Monday, December 8, 2025

৮ ফুটের কুমির কাঁধে ঘুরলেন ‘ষষ্ঠীচরণ’ টাইগার! নীরব দর্শক রাজস্থান প্রশাসন

Date:

Share post:

খেলার ছলে ষষ্ঠীচরণ/ হাতি লোফেন যখন তখন
একেবারে যেন সুকুমার রায়ের পালোয়ান কবিতার দৃশ্য।

রাজস্থানের কোটায় বিশালাকায় এক কুমিরের ভয়ে ঘরবন্দি হওয়ার অবস্থা হয়েছিল গোটা গ্রামের। বারবার বলেও গ্রামবাসীদের বাঁচাতে দেখা মেলেনি প্রশাসনের। শেষপর্যন্ত এটাওয়া থেকে ডাক পড়ল হায়াত খান টাইগারের। প্রশাসনকে একপ্রকার বুড়ো আঙ্গুল দেখিয়েই হায়াত এক ঘণ্টার মধ্যেই কাবু করে ফেললেন বিশাল সেই কুমিরকে।

এখানেই শেষ নয়, সিনেমার ভঙ্গিতে কাঁধে চাপিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন তিনি। ইতিমধ্যেই এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, আট ফুট লম্বা প্রায় ৮০ কিলো ওজনের একটা কুমিরকে কাঁধে গামছা ফেলার মতো করে নিয়ে বেরিয়ে এলেন হায়াত খান। চোখে মুখে ভয় তো দূর খেলার পুতুলের মত সেই কুমির নিয়ে হাঁটছেন তিনি।

রাজস্থানের কোটার বানজারি গ্রামে লতুর লালের বাড়ির সামনে একটা বড় দীঘি আছে আর সেখানে প্রচুর কুমির আছে বলে সকলেই জানে। শুক্রবার রাত দশটা নাগাদ সপরিবারে বাড়ির উঠোনে বসে গল্প করছিলেন লতুরা। হঠাৎ দিঘি থেকে একটা কুমির ঢুকে পড়ে বাড়িতে। অন্ধকারে প্রথমে বুঝতে না পারলেও পরে ওটা কুমির বুঝতে পেরে ভয়ে ছোটাছুটি শুরু করে দেন সবাই। এরপরেই খবর দেওয়া হয় বন্যপ্রাণ রক্ষাকারী হায়াত খানকে। খবর পেয়েই দুই সহকারিকে নিয়ে সেখানে যান হায়াত।

হায়াতের কুমির ধরার পর মন্তব্য শুনে সকলের চক্ষু চড়কগাছ। তিনি হালকা মেজাজেই বলেন প্রথমে কুমিরটাকে ধরে মুখটা বেঁধে দিয়েছেন। তারপরে লেজ ধরে সামনে আর পিছনের পা বেঁধে ফেলেছেন। তারপরেই কুমিরটাকে কাঁধে করে নিয়ে হাঁটতে হাঁটতে একটা গাড়িতে তুলে দেন হায়াত।

পরে যদিও তিনি কুমিরটিকে চম্বল নদীতে ছেড়ে দেন। কিন্তু গ্রামবাসীদের আতঙ্ক কাটেনি এখনও। তাঁদের দাবি, কুমিরের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। মাঝে মধ্যেই এলাকার অনেকের বাড়িতে ঢুকে পড়ে। বারবার বলেও এর স্থায়ী কোন সমাধান সরকারের তরফে আসছেনা বলেও অভিযোগ করেন তারা।

spot_img

Related articles

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...

প্রয়াত চলচ্চিত্রের যুগান্তরের সাক্ষী কল্যাণ চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত...

জৌলুসহীন সুপার কাপের ফাইনাল, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েও দিশাহীন কল্যাণ

রবিবার গোয়াতে সুপার কাপের (Super Cup) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও এফসি গোয়া।  সুপার কাপ (Super Cup)...

ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া

সুপার কাপে(Super Cup) চ্যাম্পিয়ন এফসি গোয়া(FC Goa)। ফাইনালে ইস্টবেঙ্গেলর (East bengal)  বিরুদ্ধে নাটকীয়ভাবে টাইব্রেকারে ৬-৫ ফলে জয়ী গোয়া।...