বিয়েতে যাচ্ছিলেন ৪২ জন যাত্রী। কিন্তু হটাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে বেসরকারি বাসটি। সোমবার ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সোলান জেলার বাদ্দি এলাকায়। এই দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে — তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনায় গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে বিলাসপুর AIIMS হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তৎক্ষণাৎ উদ্ধার কাজ শুরু করে। রামশহর থানার পুলিশ ঘটনাস্থল থেকে প্রাথমিক তদন্ত শুরু করেছে। হিমাচল প্রদেশে বাস দুর্ঘটনা কোনো নতুন ঘটনা নয়। মাত্র কয়েকদিন আগে বিলাসপুরে একটি বাস ধসে পড়ে, যেখানে ১৬ জন নিহত হয়েছিল।

–

–

–

–

–

–
