২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের(FIFA Football World Cup) ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আগামী ডিসেম্বর মাসে বিশ্বকাপের মেডা ড্র। কিন্তু তার আগেই ফিফার সঙ্গে সংঘাত লেগে গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের( Donald Trump)। বিশ্বকাপের ভেন্যু নিয়ে ট্রাম্পের উল্টোসুর আয়োজক কমিটির।

গত সেপ্টেম্বরে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ‘ডেমোক্র্যাট শাসিত শহরগুলো’র বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, “যদি কোনও শহরের সাম্প্রতিক অস্থিরতা নিয়ন্ত্রণে না আসে, তাহলে আমি ফিফা প্রধান জিয়ানি ইনফান্তিনোকে বলব ম্যাচ অন্য কোথাও সরিয়ে নিতে। ও অসাধারণ মানুষ। আশা করি, খুব সহজেই এটা মেনে নেবে।“

ট্রাম্পের তালিকায় ছিল সান ফ্রান্সিসকো, সিয়াটল, বোস্টনের মতো শহর। এই প্রসঙ্গে ট্রাম্পের সম্পূর্ণ উল্টোসুর আয়োজক কমিটির মুখে। এই কমিটির প্রধান জন ক্রিস্টিক (John Kristick) সব জল্পনা উড়িয়ে দিয়েছেন ভেন্যু বদল প্রসঙ্গে।

তাঁর স্পষ্ট জবাব, “যতদূর জানি, প্রস্তুতিতে কোনও সমস্যা হয়নি। এমনকি ভেন্যুও পরিবর্তন হবে না। টিকিট বেচা শুরু হয়ে গিয়েছে, যাবতীয় প্যাকেজ প্রায় এক বছর ধরেই বিক্রি হচ্ছে। সব ঠিকঠাক চলছে!” এখানেই থেমে না থেকে তিনি স্পষ্ট করে দেন, কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে কোনও পরিবর্তনের প্রশ্নই নেই।

আরও পড়ুন:হাত তুলে নিল ইনভেস্টর, সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রীকে ফের চিঠি মহমেডান

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, “বিশ্বকাপের জন্য ১৬টি শহর সম্পূর্ণ তৈরি। তারা সমস্ত শর্তই পূরণ করতে পারবে। নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব সরকারের।“

–

–

–

–


