দেশ জুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী অভিযান শুরুর আগে প্রস্তুতি শেষ পর্যায়ে। এই প্রক্রিয়াকে আরও কার্যকর ও স্বচ্ছ করতে আগামী ২২ ও ২৩ অক্টোবর দিল্লির দ্বারকার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট (আইআইআইডিইএম)-এ বসছে দুই দিনের সম্মেলন। উপস্থিত থাকবেন দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকেরা।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, বৈঠকে উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে সব মুখ্য নির্বাচনী আধিকারিকের জন্য। তাঁদের সঙ্গে থাকবেন ভোটার তালিকা সংশোধনের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত বা যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক এবং প্রতিটি রাজ্যের মিডিয়া সমন্বয়কারী।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো কমিশনের চিঠিতে বলা হয়েছে, এই বৈঠকে বিস্তারিত আলোচনার মাধ্যমে বিশেষ নিবিড় সংশোধনী অভিযানকে আরও কার্যকর ও নাগরিক-বান্ধব করার রূপরেখা তৈরি করা হবে। একই সঙ্গে রাজ্যগুলির মধ্যে সেরা কার্যপদ্ধতির বিনিময় ও ভোটার তালিকা প্রস্তুতিতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিয়েও পর্যালোচনা করা হবে।

চিঠি অনুযায়ী, ২২ অক্টোবর বিকেল তিনটা থেকে শুরু হবে বৈঠক এবং চলবে ২৩ অক্টোবর দুপুর পর্যন্ত। এই সম্মেলনে বিশেষভাবে আলোচনা হবে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী অভিযানের প্রস্তুতি, বাস্তবায়ন ও তদারকি নিয়ে। কমিশনের তরফে জানানো হয়েছে, প্রতিটি রাজ্যে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সংশোধনী অভিযান যেন সঠিকভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে বিস্তারিত নির্দেশ দেওয়া হবে।

আরও পড়ুন – রাজ্যজুড়ে চালু হচ্ছে এক জানালা রেশন–অভিযোগ ব্যবস্থা

_

_

_

_

_
_