হাসপাতালে (Hospital) নাবালিকা (Minor Girl) রোগিণীকে চিকিৎসক পরিচয় দিয়ে যৌন নিগ্রহের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পুলিশ (Police) সূত্রে খবর, সে আগে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে গ্রুপ ডি পদে কর্মরত ছিল। অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে ভবানীপুর থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো (PACSO) আইনে মামলার রুজু হয়েছে।

বুধবার চিকিৎসার জন্য SSKM-এর বহির্বিভাগে গিয়েছিল ওই নাবালিকা। অভিযোগ, ১৫ বছরের ওই কিশোরীকে শৌচাগারে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে অমিত মল্লিক (৩৪)। SSKM আউট পোস্ট থেকে মৌখিক অভিযোগ পাওয়ার পরেই ভবানীপুর থানা নিগৃহীতার সঙ্গে যোগাযোগ করে এবং তার বক্তব্য রেকর্ড করে। অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বুধবার রাতেই ধাপা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে ভবানীপুর থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে বিএনএস ২০২৩ এর ৬৫(১) ধারার অধীনে, পকসো আইন, ২০১২-র ৪ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, বাইপাস সংলগ্ন ধাপা এলাকার বাসিন্দা অমিত শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে গ্রুপ ডি (Group D) কর্মী হিসেবে কর্মরত ছিল। বুধবার এসএসকেএম-এর বহির্বিভাগে গিয়েছিল অভিযুক্ত। নিজেকে ‘চিকিৎসক’ বলে পরিচয় দিয়ে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের শৌচাগারে নিয়ে যায় সে। সেখানেই তাকে যৌন নিগ্রহ করা হয় বলে অভিযোগ। নাবালিকার চিৎকারে অন্যরা ছুটে এলে হাতেনাতে ধরা পড়ে অমিত। কীভাবে সে এসএসকেএম-এর বহির্ভাগ এগিয়ে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটানো সুযোগ পেল এখন সেটাই খতিয়ে দেখা হচ্ছে।

–

–

–

–

–

–

–