উলুবেড়িয়া হাসপাতালে (uluberia hospital) মহিলা চিকিৎসককে মারধর ও ধর্ষণের হুমকি দেওয়ার প্রতিবাদে নিরাপত্তা সংক্রান্ত একগুচ্ছ দাবি নিয়ে শুক্রবার সকাল থেকে পেনডাউন কর্মসূচির পথে হেটেছেন সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা। সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত পাঁচ ঘণ্টার কর্মসূচিতে তাঁরা ইমারজেন্সি থেকে আউটডোর কোথাও ডিউটি করবেন না বলে জানিয়েছেন (5 hours pen down by doctors)। ইন্টার্নদের নিয়ে সিনিয়র ডাক্তাররা পরিষেবার সামাল দেওয়ার চেষ্টা করছেন হলে হাসপাতাল সূত্রে খবর।

কর্মবিরতিতে থাকা ডাক্তাররা জানিয়েছেন, চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে মূলত এগারো দফা দাবি রয়েছে তাঁদের। যার মধ্যে একদিকে যেমন রয়েছে অভিযুক্ত অস্থায়ী হোম গার্ডকে পুরোপুরি তাঁর চাকরি থেকে বরখাস্ত করা, হাসপাতালে নিরাপত্তা বাড়ানো, তেমনই রয়েছে হাসপাতালের পুলিশ ফাঁড়িতে পুলিশকর্মী বাড়ানো, প্যানিক অ্যালার্ম লাগানো,কর্মীদের সচিত্র পরিচয়পত্র তৈরি-সহ একাধিক দাবি। মহিলা চিকিৎসককে নিগ্রহের অভিযোগে ইতিমধ্যেই ট্রাফিকের হোম গার্ড-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাঁদের পুলিশি হেফাজত শেষে আদালতে পেশ করা হবে।

–

–

–

–

–

–

–
–
–

