লা লিগার( LA Liga) এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ(Real Madrid) ২-১ গোলে হারাল বার্সেলোনাকে ।সান্তিয়াগো বের্নাব্যুতে টান টান এক উত্তেজনার ম্যাচ হল। ম্যাচে দাপট ছিল রিয়ালের।

ম্যাচ শুরুর ৩ মিনিটের মধ্যেই পেনাল্টি পেয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। ডানদিক থেকে কাট করে ঢুকে ভিনিসিয়াস গোলে শট নিতে গিয়ে পড়ে গেলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি।বার্সেলোনার ফুটবলারেরা প্রতিবাদ করলেও রেফারি শোনেননি। কিন্তু ভিএআরে সেই পেনাল্টি বাতিল হল। এরপর এমবাপের একটি গোল অফ সাইডের জন্য বাতিল হল।

২০ মিনিটের মাথায় অবশেষে গোল পায় রিয়াল। জুড বেলিংহ্যাম মাঝমাঠে পেদ্রিকে কাটিয়ে বল বাড়ান এমবাপেকে, ফরাসি স্ট্রাইকার এবার গোল করতে ভুল করেনি। শুরুতেই ম্যাচে লিড নেয় রিয়াল।গোল পেয়ে আক্রমণ বাড়িয়ে দেয় রিয়াল। পাঁচ মিনিট পরে দূর থেকে গোল করার চেষ্টা করেন ফেদেরিকো ভালভার্দে। সফল হননি।৩৮ মিনিটে কিছুটা খেলার গতির বিরুদ্ধে গিয়ে সমতা ফেরাল বার্সা। গোল করলেন ফেরমিন লোপেজ। ৫ মিনিটের মধ্যেই ফের গোল করল রিয়ালষ এবার গোলদাতা বেলিংহ্যাম।

৫২ মিনিটে রেফারি পেনাল্টি দেন রিয়ালকে। কিন্ত এমবাপে পেনাল্টি নষ্ট করলেন।এরপর দুই দলই সুযোগ পেলেও তা থেকে গোল করতে পারেনি। ফলে ২-১ গোলেই জয় পায় রিয়াল।সেই সঙ্গে ৫ পয়েন্ট এগিয়ে থেকে লিগ শীর্ষস্থান আরও মজবুত করল রিয়াল। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ২৭।

–

–

–

–



