Sunday, December 14, 2025

সৃজিত এবার আন্তর্জাতিক: আর্থার কোনান ডয়েলকে নিয়ে গঙ্গাজলে গঙ্গাপুজো!

Date:

Share post:

বাংলায় রহস্যভেদ। সেখান থেকে জাতীয় মঞ্চে। এবার আন্তর্জাতিক মঞ্চে ‘রহস্যভেদের’ পালা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji)। তবে এবার যেন এক স্রষ্টাকে শ্রদ্ধার্ঘ্য জানাতে গিয়ে আরও বেশি উত্তেজিত, নস্টালজিক বাংলার পরিচালক। আপাতত ইংল্যান্ড থেকে ব্রিটিশদের (British) সঙ্গে যৌথ উদ্যোগে স্বপ্নের ছবি তৈরিতে ব্যস্ত সৃজিত।

সৃজিত মানেই রহস্য। তবে এবার আর শুধু রহস্য আর গোয়েন্দার মধ্যে আটকে থাকছেন না সৃজিত। এবার তিনি গোয়েন্দার (detective) স্রষ্টার জীবনী নিয়ে নতুন এক্সপেরিমেন্টে। তাঁর বিষয়বস্তু তাঁরই বাল্যকালের নস্টালজিয়া স্যার আর্থার কোনান ডয়েল (Arthur Conan Doyle)। গোয়েন্দাগিরি নিয়ে কোনান ডয়েলের আজীবনের সংগ্রাম তুলে ধরতে দায়িত্ব পেয়েছেন সৃজিত মুখোপাধ্যায়।

এবার ব্রিটিশ প্রযোজনার সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছেন সৃজিত মুখোপাধ্যায়। এভাবেই আন্তর্জাতিক পরিচালনার মঞ্চে পা রাখছেন বাংলার পরিচালক। তৈরি হবে তথ্যচিত্র (feature film) – এলিমেন্টারি, মাই ডিয়ার হোমস (Elementary, My Dear Homes)। স্যার কোনান ডয়েল এস্টেটের সঙ্গে যৌথ প্রযোজনা এটি। ভারতের তরফে সৃজিতের নিজস্ব সংস্থা ম্যাচকাট প্রোডাকশন্সের (Matchcut Productions) সঙ্গে যৌথভাবে কাজ করবেন শাহনাব আলম (Shahnab Alam)। পাশে রয়েছে লন্ডনের ইনভিজিবল থ্রেড মিডিয়া।

আরও পড়ুন: ধূমকেতুর প্রশংসায় পঞ্চমুখ: পরিচালক কৌশিকের মুনশিয়ানা সৃজিতের মুখে

এখনই ছবির বিষয়বস্তু নিয়ে খুব একটা খোলসা করতে চাননি পরিচালক সৃজিত। তবে লন্ডের গিল্ড হলে সাংবাদিকদের সামনে সামান্য রহস্য উন্মোচন করেছেন। শার্লক হোমস (Sherlock Holmes) চরিত্রের মধ্যে দিয়ে সমাজের যে সব ভুল ধারণার বিরুদ্ধে লাগাতার যুদ্ধ চালিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছিলেন স্যার কোনান ডয়েল, তা তুলে ধরা হবে এই তথ্যচিত্রের মধ্যে দিয়ে। আপাতত হোমস বা ডয়েলের চরিত্রে কারা, তা নিয়ে মুখে কুলুপ সৃজিত মুখোপাধ্যায়ের।

spot_img

Related articles

‘কাছে যবে ছিল’, উৎপল সিনহার কলম 

পাস থা বো তো কোই বাত না মানি উসকি অব লিয়ে ফিরতা হুঁ আঁখো মে নিশানি উসকি ( শায়ের : ডঃ সফি...

বল পায়ে মাঠে নামলেন, নিজামের শহরে সুপারহিট শতদ্রুহীন মেসি শো

একই দেশের দুই শহর। ব্যবধান মাত্র কয়েক ঘণ্টার। কলকাতায় যেখানে মেসির শো সুপার ফ্লুপ, তখন মেসি( Lionel Messi)...

লজ্জা! বিদেশি মিডিয়াতেও খবরের শিরোনামে যুবভারতীর বিশৃঙ্খলা, ভাঙচুর

শনিবার যুবভারতীতে মেসির(Messi) অনুষ্ঠানে শুধু জাতীয় নয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নজর ছিল। ফুটবলের মক্কায় বিশৃঙ্খলা খবর প্রকাশিত হয়েছে...

মুম্বইয়ে মেসির অপেক্ষায় এবার করিনা

মেসিকাণ্ডে বিক্ষুব্ধ কলকাতার দর্শক। চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় আজ স্টেডিয়ামে। এরপরেই কলকাতা ছেড়ে মেসি হায়দরাবাদের উদ্দেশে রওনা...