Saturday, December 13, 2025

গুজরাটের হাসপাতালে নিরাপদ নয় রোগীরাই! শিশুর আত্মীয়কে চড় চিকিৎসকের

Date:

Share post:

স্বাস্থ্যকেন্দ্রের নিরাপত্তা নিয়ে বাংলায় দিনের পর দিন গলা ফাটায় বিজেপির নেতারা। বাংলার একশ্রেণির চিকিৎসকরা প্রায় প্রতিদিন নিরাপত্তার দাবি তুলে কাজ বন্ধ রেখে পথে নামেন। তবে চিকিৎসকদের সামগ্রিক মানসিকতায় রোগী ও তাঁদের পরিজনরা কতটা নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন, নজির রাখলেন প্রধানমন্ত্রীর (Prime Minister) রাজ্যের এক চিকিৎসক। এক শিশুর আত্মীয়ের গায়ে হাত তোলার পাশাপাশি সরাসরি অসুস্থ শিশুকে চিকিৎসা (doctor) করতেও অস্বীকার করে। ঘটনায় তদন্ত শুরু করতে বাধ্য হয়েছে গুজরাট (Gujarat) প্রশাসন।

আমেদাবাদ (Ahmedabad) শহরের আশিক ছাওড়া নামে এক ব্যক্তি তাঁর গুরুতর অসুস্থ ভাইজিকে নিয়ে আমেদাবাদের সোলা সিভিল হাসপাতালে (Sola Civil Hospital) পৌঁছান। সে সময় হাসপাতালে শিশুরোগ বিভাগে কোনও চিকিৎসক (pediatrician) ছিলেন না। অথচ তাঁর সঙ্গের শিশুটি প্রবল জ্বরে এবং শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিল। শেষ পর্যন্ত এক চিকিৎসক আসেন। কিন্তু পরিবারের দাবি, ওই চিকিৎসক মোবাইল ফোনেই ব্যস্ত হয়ে পড়েন শিশুটিকে দেখার জন্য চাপ দিতেই তিনি থার্মোমিটার দেওয়া নিয়ে শিশুর আত্মীয়দের তিরস্কার করতে থাকেন।

চিকিৎসকের আচরণে অত্যন্ত ক্ষুব্ধ পরিবারের সদস্যরা চিকিৎসকের ভিডিও করতে থাকেন। তা দেখে আরও ক্ষেপে যান ওই চিকিৎসক। এবং তিনি প্রথমে ভিডিও (video) করা বন্ধ করার নির্দেশ দেন। তার পরক্ষণেই এগিয়ে এসে আশিক ছাওড়া নামে ওই ব্যক্তিকে চড় (slap) মারেন। এই ঘটনার ভিডিও ভাইরাল (ভাইরাল ভিডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) হয় সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: ‘নকল’ যমুনা ঘাটের পর্দাফাঁস: রাতারাতি বাতিল মোদির ছটপুজো!

তবে শুধু চড় মারাই নয়। একজন চিকিৎসক হিসাবে অমানবিক কাজ ওই চিকিৎসক করেন। জ্বর ও শ্বাসকষ্টে অত্যন্ত অসুস্থ শিশুকে চিকিৎসা করতে রাজি হননি। হুমকি দেন রাজ্যের মুখ্যমন্ত্রী বললেও তিনি ওই শিশুর চিকিৎসা করবেন না। ঘটনাস্থলে হাসপাতালের নিরাপত্তা রক্ষীও উপস্থিত ছিলেন। রোগীর আত্মীয়ের গায়ে চিকিৎসক হাত তুললেও কোনও বাধা দেয়নি সেই নিরাপত্তা কর্মী। আর সেখানেই আরও একবার প্রশ্নের মুখে নরেন্দ্র মোদির নিজের রাজ্যে হাসপাতালের নিরাপত্তা। যেখানে নিরাপত্তা কর্মীর সামনে আক্রান্ত হন রোগীর আত্মীয়।

spot_img

Related articles

কথায়-কাজে বিস্তর ফারাক, পরিকল্পনাহীন অনুষ্ঠানে ‘ফ্লপ’ শতদ্রু

কথা রাখলেন না শতদ্রু দত্ত( Satadru dutta), অনেক স্বপ্ন দেখিয়েছিলেন বাংলার ফুটবলপ্রেমীদের। পেলে-মারাদোনা-মার্টিনেজের পর কলকাতায় নিয়ে এলেন মেসিকেও।...

উত্তাল সল্টলেক, শ্রীভূমিতে মেসি-মূর্তি উন্মোচনের সুষ্ঠু আয়োজন সুজিতের

শনির কলকাতায় দুই বিপরীত দৃশ্যের সাক্ষী থাকলেন মেসি অনুরাগীরা। একদিকে যখন বিশ্বকাপজয়ী তারকার উপস্থিতিতে বেসরকারী আয়োজক সংস্থার অপদার্থতায়...

“জয় শ্রীরাম” ধ্বনি, গেরুয়া পতাকা: যুবভারতীয় বিশৃঙ্খলার পিছনে কারা? উঠছে প্রশ্ন

জয়িতা মৌলিক ভারতের ফুটবলের মক্কায় এসেছিলেন বিশ্ব ফুটবলের (Football) রাজপুত্র। তাঁকে দেখতে ফুটবল প্রেমী বাঙালি উপচে পড়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে...

প্রীতি ম্যাচে পন্ড ফুটবল, মেসির সঙ্গে ছবি তুলেই আনন্দে আত্মহারা প্রাক্তনীরা

ফুটবলের রাজপুত্র এলেন ভারতীয় ফুটবলের মক্কায়। কিন্তু তাঁর পায়ের যাদু দেখা থেকেই বঞ্চিতই থাকল যুবভারতী, মেসিও (Messi) দেখতে...