পার্কস্ট্রিটে গণধর্ষণ (Park Street Rape case) কাণ্ডে দোষীসাব্যস্ত হয়ে ১০ বছর জেল খেটে এসে ফের শ্লীলতাহানির অভিযোগ! ১৩ বছর আগে পার্কস্ট্রিটে গণধর্ষণ কাণ্ডে সারা দেশ উত্তাল হয়েছিল। সেই মামলায় অন্যতম দোষীসাব্যস্ত নাসির খানের বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ। রবিবার রাতে বিধাননগরে বাইপাসের পাশে এক নামকরা হোটেলে নাসির ও তাঁর এক সঙ্গী এক মহিলার শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ। মহিলার অভিযোগ, ঘটনার পর থেকে তাঁকে খুনেরও হুমকি দেওয়া হচ্ছে। অভিযুক্তদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

বিধাননগর দক্ষিণ থানায় ওই মহিলা লিখিত অভিযোগপত্রে জানিয়েছেন, রবিবার রাতে ওই হোটেলে স্বামী ও বন্ধুদের সঙ্গে পার্টি করছিলেন। সেখানেই নাসির খান ও জুনায়েদ খান নামের কয়েকজন এসে হঠাৎ বচসা শুরু করেন। তারপর অভিযুক্তরা তাঁকে শীরিরিকভাবে হেনস্থা করেন এবং যৌন হেনস্থারও চেষ্টা করেন। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১১৫(২), ১১৭(২), ১২৬(২), ৩(৫), ৩৫১(২) এবং ৭৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্তদের নোটিস পাঠানোর প্রক্রিয়াও শুরু করেছে। আরও পড়ুন: হাসিনার ফাঁসির সাজা হলে ‘ঘরে ঘরে আগুন জ্বলবে! হুমকি আওয়ামী লিগের

প্রসঙ্গত, ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পার্কস্ট্রিটে গণধর্ষণে নাম জড়িয়েছিল নাসির-সহ পাঁচ জনের। সেই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। ঘটনায় গ্রেফতার হন নাসির, রুমান খান এবং সুমিত বজাজ। ২০১৬ সালে ধরা পড়েন মূল অভিযুক্ত কাদের খান এবং আলি। ২০১৫ সালে পাঁচ জনই দোষী সাব্যস্ত হন। ১০ বছর পর ছাড়া পেয়ে ফের এক মহিলার শ্লীলতাহানিতে ফের নাম জড়াল সেই নাসিরেরই।

–

–

–

–

–

–
–
–


