স্টেট ব্যাঙ্কের শাখায় আগুন: দমকলের ৬ ইঞ্জিনের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণ

Date:

Share post:

সাত সকালে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল ঢাকুরিয়া এলাকায়। স্টেট ব্যাঙ্কের ঢাকুরিয়া (Dhakuria) শাখার দফতরে আগুন লাগার ঘটনায় দমকল বাহিনীর দ্রুত তৎপরতায় বড়োসড়ো ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। প্রায় দু ঘন্টার চেষ্টায় সম্পূর্ণভাবে ব্যাঙ্কের একটি তলার মধ্যেই নিয়ন্ত্রণ করা গিয়েছে আগুনকে। ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, কোনও গুরুত্বপূর্ণ নথি (document) আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি।

বুধবার ভোর ৬টা নাগাদ স্টেট ব্যাঙ্কের (State Bank of India) ঢাকুরিয়া শাখায় আগুন লাগে। এই এলাকায় পাশাপাশি ব্যাঙ্কের দুটি দফতর রয়েছে। এই ব্যাঙ্কেরই একটি শাখার দ্বিতীয় তলায় (first floor) আগুন লাগার ঘটনা ঘটে। প্লাইউডের আসবাব (furniture) থাকায় আগুন সেই তলাতে দ্রুত ছড়ায়। তবে আগুন নেভাতে এক সঙ্গে দমকলের (fire brigade) ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দুপাশ থেকে আগুন নেভানোর পাশাপাশি নিচে থেকে কুলিংয়ের কাজও দ্রুত শুরু করা হয়।

দমকলের তৎপরতায় দ্বিতীয় তলা থেকে প্রথম তলায় (ground floor) আগুন ছড়ায়নি। দ্রুত আগুন নিয়ন্ত্রণেও আসে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, তাদের লকার (locker) এবং গ্রাহকদের যাবতীয় গুরুত্বপূর্ণ সঞ্চয় ও নথি একতলায় থাকে। কিন্তু একতলায় আগুন না ছড়ানোয় সেইসব গুরুত্বপূর্ণ নথি একেবারেই নিরাপদ রয়েছে।

আরও পড়ুন: তমলুকে বৃষ্টিতে আলোক তোরন ভেঙে চাঞ্চল্য! তদন্তে পুলিশ, ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা 

শর্ট সার্কিট না অন্য কোনও কারণে এই আগুন ছড়িয়েছিল, তা সম্পূর্ণভাবে আগুন নেভার পর দমকলের তদন্তেই উঠে আসবে। তবে দ্বিতীয় তলায় ব্যাংকের আসবাবে আগুন লাগায় নিরাপদ গ্রাহকের নথি, দাবি দমকলের। অন্যদিকে আশেপাশে বেশ কয়েকটি বহুতল থাকায় বাসিন্দারা আগুনের আতঙ্কে ভুগছিলেন। কিন্তু দমকলের তৎপরতার কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণ সম্ভব হওয়ায় নিশ্চিন্ত স্থানীয় বাসিন্দারা।

spot_img

Related articles

ফের SIR-NRC আতঙ্কে আত্মহত্যার চেষ্টা! সুস্থতা কামনা করে পাশে থাকা বার্তা অভিষেকের

আগরপাড়ার পরে কোচবিহার। ফের SIR-NRC আতঙ্কে আত্মহত্যার চেষ্টার অভিযোগ। ঘটনাটি ঘটেছে বুধবার কোচবিহারের (Coochbher) বুড়িরহাট ২ নম্বর গ্রাম...

Petrol Diesel price: আজকের পেট্রোল-ডিজেলের দাম

২৯ অক্টোবর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

Gold Silver Price: সোনার দাম নিম্নমুখি

বুধবার ২৯ অক্টোবর, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১১৮৫৫ ₹    ১১৮৫৫০ ₹ খুচরো পাকা সোনা    ১১৯১৫...

দুর্ঘটনা মা ফ্লাইওভারে: পরপর তিনটি গাড়ির ধাক্কা, আহত ২

ফের একবার একাধিক গাড়ি দুর্ঘটনার কবলে মা ফ্লাইওভারের উপরে। একসঙ্গে তিনটি গাড়ি এবার দুর্ঘটনার কবলে। ঘটনায় দুজন আহত...