এসআইআরের (SIR) বিরুদ্ধে কাল, বৃহস্পতিবার মিছিল করবে তৃণমূল কংগ্রেস (TMC)। বুধবার এনআরসি আতঙ্কে মৃত খড়দার বাসিন্দা প্রদীপ করের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখান থেকে বেরিয়েই ক্ষুব্ধ অভিষেক বলেন, বিজেপির তৈরি আতঙ্কের কারণে এই মৃত্যু।এই মৃত্যুর দায় নিতে হবে অমিত শাহ আর জ্ঞানেশ কুমারকে। এই মৃত্যুর বিচার চাই। আজ থেকে আমাদের স্লোগান, বাংলা জুড়ে একটাই স্বর/ জাস্টিস ফর প্রদীপ কর। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ৪ তারিখ থেকে এস আই আর ফর্ম দেওয়া হবে, আমি টানা এক মাস রাস্তায় থাকব। দেখি একটাও বৈধ নাম বাদ দিতে পারে কিনা! আরও পড়ুন: বিহার SIR-এর ধাপ্পা প্রমাণিত: দুই তালিকায় নামে পাল্টা তোপ পিকের

–

–

–

–

–

–

–

–
–


