কলকাতা থেকে ISI-কে সরিয়ে নিয়ে যাওয়ার চক্রান্ত চলছে, AI সিম্পোজিয়ামে সরব পূর্ণেন্দুর

Date:

Share post:

সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি নিজের মতো করে এগিয়ে চলেছে। আধুনিকতাকে যোগ্য সঙ্গত করে সাধারণ জীবনযাত্রার উন্নতিতে উল্লেখযোগ্য ভূমিকা নিতে শুরু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা।১৯৭০ -এর দশকে দেশের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কিত গবেষণা চালু হয় মাত্র তিনটি গবেষণা কেন্দ্রে। যাদের মধ্যে একটি অবশ্যই ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউট (Indian statistical institute)। এক দশকের মধ্যেই এই গবেষণায় অগ্রগণ্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে ISI, যার ফলশ্রুতিতে আরও স্পেশালাইজেশনের দিকে লক্ষ্য দিতে শুরু করেন বিজ্ঞানীরা। ১৯৮০ দশকে সফট কমপিউটিং নিয়ে গবেষণা শুরু হয়। ২০০৪ সালে, আইএসআই কর্মী, গবেষক, অধ্যাপক, ছাত্রদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে বিশেষ বিভাগ, সেন্টার ফর সফট কম্পিউটিং রিসার্চ (centre for soft computing research, a National Facility) প্রতিষ্ঠিত হয়। দেখতে দেখতে তার কুড়ি বছর পূর্ণ হল। সেই উপলক্ষে বুধবার ২৯ অক্টোবর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (ISI) কলকাতার অডিটোরিয়ামে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ক এক সিম্পোজিয়ামের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট-এর চেয়ারপারসন পূর্ণেন্দু বসু (Chairperson , West Bengal State Council of Technical & Vocational Education and Skill Development)। এদিনের বক্তব্যে কেন্দ্রের নতুন শিক্ষানীতির প্রসঙ্গ তুলে ধরে কেন্দ্রের শিক্ষাকে বাণিজ্যিকীকরণ ও গৈরিকীকরণের চেষ্টার বিরুদ্ধেও সরব হন তিনি। পূর্ণেন্দু বসু ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস (Minister in Charge, Science, Technology and Bio-Technology department, Government of West Bengal), আইআইটি ভুবনেশ্বরের অধিকর্তা অধ্যাপক ডক্টর আশিষ ঘোষ (Ashish Ghosh) প্রমূখ।

সফট কম্পিউটিং সেন্টারের কুড়ি বছর পূর্তিতে আয়োজিত AI বিষয়ক সিম্পোজিয়ামে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্বিক ব্যবহার বাড়াতে বাংলার গবেষকদের মেধা ও কৃতিত্বের প্রশংসা করেন উপস্থিত বিশিষ্টরা।অনুষ্ঠানটির পৌরহিত্য করেন আইএসআই-র প্রাক্তন অধিকর্তা এবং বর্তমান প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর শংকর পাল। তবে যেভাবে এই সংস্থার হেডকোয়ার্টার কে কলকাতা থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কেন্দ্রীয় চক্রান্ত চলছে তার বিরুদ্ধে এদিন সরব হন পূর্ণেন্দু বসু। তিনি বলেন, উৎকর্ষতার জন্য গোটা বিশ্বে আইএসআইয়ের যে পরিচিতি তা কেন্দ্রের প্রশাসনিক কর্তা ব্যক্তিদের ইচ্ছাকৃত নিয়ন্ত্রণের ফলে সর্বনাশের পথে চলে যেতে পারে। শিক্ষা বিলের প্রসঙ্গ উত্থাপন করে তিনি জানান, নতুন যে প্রস্তাবনা আনা হয়েছে সেখানে রাজ্যের ভূমিকাকে গুরুত্ব দেওয়া হয়নি। শুধু তাই নয়, ১৯৫৯ সালের অ্যাক্টকে বদলে এত বড় একটা সংস্থাকে কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার আশঙ্কাও করছেন এই প্রতিষ্ঠানের গবেষকরা।আসলে বাংলার মেধা ও কৃতিত্বের প্রশংসা করার পরিবর্তে প্রত্যেকবার অসহযোগিতা এবং বৈষম্য মূলক আচরণ করেছে কেন্দ্র। এবারেও সেই একই ঘটনা।শিক্ষা জগতে সর্বগ্রাসী আক্রমণ করছে কেন্দ্র। মুখ্যমন্ত্রীর চিঠির কথা উল্লেখ করে তিনি বলেন সংস্কারের নামে শিক্ষা ও গবেষণার সব প্রতিষ্ঠানকে কেন্দ্র নিজের আয়ত্তে আনতে চাইছে। স্বতন্ত্রতা এবং স্বায়ত্তশাসনের পরিসরকে কমিয়ে দিয়ে রাজ্যের ভূমিকা খর্ব করার চক্রান্ত চলছে। যেসব শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীয় সরকার দখল করেছে, সব জায়গাতে পয়সা নিয়ে ভর্তি হওয়ার দুর্নীতির অভিযোগ এসেছে। এর বিরুদ্ধে সকলকে একত্রিত হয়ে গর্জে ওঠার আহ্বান জানান তিনি।

এদিনের অনুষ্ঠানে পূর্ণেন্দুর সংযোজন, সফট কম্পিউটিং রিসার্চ সম্পর্কে অনেকেই বিস্তারিত জানেন না। এটি প্রকৃতি ও বায়োলজিক্যাল উন্নতিকরণের সঙ্গে এটি সম্পর্কিত। বৃত্তি মেধাকে সব সময় মানুষের প্রয়োজনে সদর্থক কাজে ব্যবহার করতে হবে। কোনভাবেই যাতে এর কোনও অপপ্রয়োগ না হয় সেদিকে লক্ষ্য রাখা দরকার। বুধবার সফট কম্পিউটিং রিসার্চের (soft computing research) দু দশকের সফর নিয়েও আলোচনা চক্র সংঘটিত হয়।

spot_img

Related articles

পোস্তার মঞ্চে দেবীমুখ এঁকে চমকে দিলেন মুখ্যমন্ত্রী 

পোস্তা বাজারের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে এসে ফের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে বসেই...

পাকিস্তানের দাবি ভুয়ো প্রমাণ করে রাষ্ট্রপতির সঙ্গে বায়ুসেনার স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Precident Draopadi Murmu) বুধবার যুদ্ধবিমানে রাফালে উড়ান দিলেন। এই বিশেষ ফ্লাইটে তাঁর সঙ্গী ছিলেন...

গরুমারা ও চাপরামারির ইকো সেনসিটিভ জোনে নজরদারি কমিটি গঠন রাজ্যের

গরুমারা জাতীয় উৎপাদন এবং চাপরামারি অভয়ারণ্যকে নিয়ে পরিবেশ সংবেদনশীল এলাকা বা ইকো সেনসিটিভ জোন (eco sensitive zone) রক্ষায়...

বাংলাদেশের নির্বাচন বয়কট করার হাসিনার হুঁশিয়ারি

বাংলাদেশের (Bangladesh) পরবর্তী সাধারণ নির্বাচন বয়কট করবেন আওয়ামী লিগের সমর্থকেরা। বুধবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Seikh Hasina)...