Saturday, December 20, 2025

সুপ্রিম নির্দেশে ছয় বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগে সীলমোহর রাজ্যপালের

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নির্দেশের পর অবশেষে রাজ্যের ছয়টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে সীলমোহর দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার রাতে রাজভবনের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছয়টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত অনুমোদন পেয়েছে। রাজ্যপালের এই পদক্ষেপে উচ্চশিক্ষা পরিমণ্ডলে নয়া অধ্যায়ের সূচনা বলেই মনে করছেন বিশিষ্টজনেরা।

রাজভবনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আবু তালেব খানকে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত করা হয়েছে। চন্দ্রদীপা ঘোষ দায়িত্ব নিচ্ছেন ঝাড়গ্রামের সাধু রামচন্দ্র মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে। আশিস ভট্টাচার্য হচ্ছেন গৌর বঙ্গ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য। আশুতোষ ঘোষ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছেন। উদয় বন্দ্যোপাধ্যায় কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য, এবং প্রফেসর চিরঞ্জিব ভট্টাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিযুক্ত হয়েছেন।

রাজ্যপালের দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় পরিচালনার স্বচ্ছতা ও প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থেই এই নিয়োগগুলি করা হয়েছে। রাজ্যপাল আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্ব শিক্ষাক্ষেত্রে গতি ও স্থিতিশীলতা আনবে।

উল্লেখযোগ্য, গত ৬ অক্টোবর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে কলকাতা, যাদবপুর-সহ ছয়টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে। সেই নির্দেশের তিন সপ্তাহ পর মঙ্গলবার রাজভবনে ভবিষ্যৎ ছয় উপাচার্যের সঙ্গে প্রায় ২০ মিনিটের বৈঠক করেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৈঠকে বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসনিক অবস্থান ও ভবিষ্যৎ শিক্ষানীতি নিয়ে আলোচনা হয়।

পরের দিনই রাজভবন থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় উপাচার্যদের নাম। রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের একাংশের মতে, আদালতের নির্দেশ মান্য করে রাজভবনের এই পদক্ষেপ বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসনিক অচলাবস্থা দূর করতে সহায়ক হবে।

শিক্ষামহলের একাংশের মত, দীর্ঘদিন ধরে উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষাগত কাজকর্ম ব্যাহত হচ্ছিল। নতুন উপাচার্যদের যোগদানের পর সেই স্থবিরতা কাটবে এবং গবেষণা ও পাঠক্রমে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন – নয়া উদ্যোগ রাজ্যের, কৃষকদের আয় বাড়াতে তৈরি হচ্ছে ১০টি ফসলভিত্তিক হাব

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...