Saturday, December 20, 2025

ব্যয় ১২০ কোটি! চন্দননগরে বিদ্যুৎ ব্যবস্থায় যুগান্তকারী পদক্ষেপ, বিদায় নিল ওভারহেড তার

Date:

Share post:

বিদ্যুৎ সরবরাহে এল এক নতুন দিগন্ত। চন্দননগরের আকাশ থেকে বিদায় নিল ওভারহেড তার, এবার মাটির নীচ দিয়েই চলবে গোটা শহরের বিদ্যুৎ ব্যবস্থা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী মঞ্চ থেকে ঘোষণা করলেন, চন্দননগরে এই প্রকল্প সম্পূর্ণ হয়েছে রাজ্য বিদ্যুৎ দফতরের অন্তর্গত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (WBSEDCL)-এর উদ্যোগে।

সূত্রের খবর, প্রায় ১৫০ কিলোমিটার এলাকার রাস্তায় ৪৫০ কিলোমিটার ওভারহেড তার নামানো হয়েছে এবং ৫০০-রও বেশি ইলেকট্রিক পোল সরিয়ে মাটির নিচে নতুনভাবে স্থাপন করা হয়েছে সম্পূর্ণ বৈদ্যুতিক সরবরাহ ব্যবস্থা। এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ১২০ কোটি টাকা।

মুখ্যমন্ত্রী বলেন, “চন্দননগরের বিদ্যুৎ ব্যবস্থাকে আধুনিকীকরণের মাধ্যমে আমরা এক নতুন অধ্যায় শুরু করেছি। আগে জগদ্ধাত্রী পুজোর নিরঞ্জনের সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হত, এখন আর সেই অসুবিধা হবে না। শহরের মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা পাবেন।”

বিদ্যুৎ দফতরের এক আধিকারিক জানিয়েছেন, এই প্রকল্পের সফল বাস্তবায়নের পর আগামী দিনে কলকাতার মধ্যেও একই ধরনের ব্যবস্থা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপে শহরের সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে, তেমনি ঝড়-ঝঞ্ঝার সময় দুর্ঘটনার আশঙ্কাও অনেকটা কমে যাবে। চন্দননগরের এই প্রকল্প রাজ্যের বিদ্যুৎ পরিকাঠামোয় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে বলে আশা প্রশাসনের।

আরও পড়ুন – সুপ্রিম নির্দেশে ছয় বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগে সীলমোহর রাজ্যপালের

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...