বাংলা জুড়ে একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। এসআইআরের (SIR) নামে কেন্দ্রের বিজেপি (BJP ) সরকার আর তার অঙ্গুলি হিলনে চলা নির্বাচন কমিশনের (Election commission of India) চক্রান্তের বিরুদ্ধে এবার পথে নামছে রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। বুধবার এনআরসি (NRC) আতঙ্কে মৃত খড়দার বাসিন্দা প্রদীপ করের (Pradip Kar) বাড়িতে যান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখান থেকে বেরিয়েই ক্ষুব্ধ সাংসদ বলেন, ‘বিজেপির তৈরি আতঙ্কের কারণে এই মৃত্যু। এই মৃত্যুর দায় নিতে হবে অমিত শাহ আর জ্ঞানেশ কুমারকে। এই মৃত্যুর বিচার চাই। আজ থেকে আমাদের স্লোগান, বাংলা জুড়ে একটাই স্বর/ জাস্টিস ফর প্রদীপ কর। ৪ তারিখ থেকে এস আই আর ফর্ম দেওয়া হবে, আমি টানা এক মাস রাস্তায় থাকব। দেখি একটাও বৈধ নাম বাদ দিতে পারে কিনা।’


এসআইআরের নামে কেন্দ্রের চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন অভিষেক। বুধবারই তিনি এই কর্মসূচির ঘোষণা করেছেন। সেই মতো আজ সারা রাজ্যেই মিছিল করবে ঘাসফুলের কর্মী সমর্থক থেকে নেতারা। আজ মিছিল হবে উত্তর ২৪ পরগনার আগরপাড়ার বাসিন্দা আত্মঘাতী প্রদীপের বাড়ির এলাকাতেও। সেই মিছিলে উপস্থিত থাকবেন বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক-সহ স্থানীয় তৃণমূল নেতা-নেত্রীরা।

–

–

–

–

–

–

–
–


