ফের কৃষক বিক্ষোভে উত্তাল মহারাষ্ট্র, চাপের মুখে কী জানালেন ফড়নবিশ

Date:

Share post:

ফের কৃষক বিক্ষোভ (farmers protest in Maharashtra)। দেশবাসী ২০২০ সালে কৃষকদের বিক্ষোভ দেখেছিলেন দিল্লিতে। এবার কৃষক বিক্ষোভে উত্তাল মহারাষ্ট্র। বৃহস্পতিবার সকাল থেকে নাগপুর-হায়দরাবাদ জাতীয় সড়ক (NH 44) অবরোধ করেন কৃষকরা। শুরু হয় আন্দোলন। প্রাক্তন মন্ত্রী বাচ্চু কাদুর নেতৃত্বে শুরু হয়েছে এই আন্দোলন। এনসিপি (শরদ পাওয়ার গোষ্ঠী), কিষাণ সভা এবং রাজু শেঠির দলও এই আন্দোলনকে সমর্থন করছে।

কী কী দাবি নিয়ে আন্দোলন শুরু করেছেন কৃষকরা?

  • ⦁ কৃষি ঋণ মকুব
  • ⦁ অকাল বৃষ্টিপাতের জেরে তাৎক্ষণিক ক্ষতিপূরণ
  • ⦁ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি)
  • ⦁ প্রতিবন্ধীদের জন্য মাসিক ৬,০০০ টাকা ভাতার দাবিতে শুরু আন্দোলন।

বাচ্চু কাদু রাজ্য সরকারকে একটি আল্টিমেটাম দিয়েছেন। এ বিষয়ে নাগপুরে আলোচনার জন্য জোর দিয়েছে এবং মুম্বইতে আলোচনার জন্য একাধিক মন্ত্রীর আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। সাফ জানিয়ে দিয়েছেন যে, সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।অসময়ের বৃষ্টিপাতের কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। লাতুরে, কৃষক সুরেশ চৌহান দুই দিনের ভারী বৃষ্টি এবং বন্যার জলে তাঁর কাটা সয়াবিন ফসল নষ্ট হয়ে যাওয়ার পর কান্নায় ভেঙে পড়েন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন যে আর্থিক সাহায্য বিলম্বিত হওয়ার কারণে অনেক পরিবার দীপাবলি উদযাপন করতে পারছে না। এদিকে পারভানিতেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঋণ মকুব এবং ক্ষতিপূরণের দাবিতে কৃষকরা জেলাশাসকের গাড়িতে পাথর ছুঁড়ে মারায় একজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

চাপের মুখে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ (Devendra fadnavis) ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৩২০০০ কোটি টাকার ত্রাণ প্যাকেজ হস্তান্তরের কাজ শুরু করেন। একইসঙ্গে আন্দোলনকারীদের জনজীবন ব্যাহত না করার এবং সরকারের সঙ্গে আলোচনার আমন্ত্রণ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সমস্যা সমাধানের জন্য বৈঠকের কথাও বলেছেন তিনি।

 

spot_img

Related articles

ডবলইঞ্জিনের মধ্যপ্রদেশে কৃষককে গাড়ি চাপা দিয়ে ‘খুনের‘ তীব্র প্রতিবাদ-আক্রমণ তৃণমূল নেতৃত্ব-সমাজকর্মীদের

ডবলইঞ্জিন রাজ্য মধ্যপ্রদেশে (Madhya Pradesh) বিজেপি নেতার বর্বরোচিত কুকীর্তি! জমি না দেওয়ায় এক কৃষককে গাড়ি চাপা দিয়ে ‘খুন’...

মুম্বইয়ের স্টুডিওতে ২ ঘণ্টার টানাপোড়েনের শেষ উদ্ধার পণবন্দি ১৭ শিশু, এনকাউন্টারে নিহত অভিযুক্ত

বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের একটি স্টুডিয়োয় এক যুবকের ১৭ জন শিশুকে পণবন্দি করার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায়। খবর পেয়েই...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩০ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

কাচ ভাঙার বদলা! বাইকআরোহীকে পিষে মারল দম্পতি

স্কুটারের ধাক্কায় ভেঙেছিল গাড়ির কাচ। সেই সামান্য ঘটনার বদলা নিতে এক ডেলিভারি এজেন্টকে গাড়ি চাপা দিয়ে পিষে মারলেন...