রেলের রক্ষণাবেক্ষণের কাজের (Railway Maintenance Work) জন্য আগামী সপ্তাহের শুরুতেই হাওড়া ডিভিশনে ফের একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষনা পূর্ব রেলের (ER)। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে নভেম্বর মাসে ৭ দিন হাওড়া -ব্যান্ডেল-কাটোয়া রুটে পাওয়ার ব্লক থাকবে। যার ফলে অফিস টাইমে চরম ভোগান্তির শিকার হতে চলেছেন ট্রেনযাত্রীরা।

কিছুদিন অন্তর অন্তর রেলের কাজের কারণে যাত্রী সমস্যা হওয়া এখন যেন চেনা ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বারবার অভিযোগ বিক্ষোভ দেখিয়েও কোন লাভ না হওয়ায় যথেষ্ট বিরক্ত যাত্রীরা। জানা যাচ্ছে নভেম্বর মাসের ৪, ৭, ১১, ১৪, ১৮, ২১ ও ২৫ তারিখে দফায় দফায় হাওড়া কাটোয়া ব্যান্ডেল রুটের বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধাত্রীগ্রাম ও সমুদ্রগড় স্টেশনের মধ্যে আপ লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলার কারণেই ৩৭৭৪১ ও কাটোয়া থেকে ৩৭৭৪২ নম্বরের ট্রেনগুলি বাতিল থাকবে। ৩৭৭৪৩ ব্যান্ডেল-কাটোয়া লোকাল ব্যান্ডেল থেকে ৪টে ৩০ মিনিটের পরিবর্তে সংশ্লিষ্ট দিনগুলিতে ৫ টা বেজে ২০ মিনিটে ছাড়বে। এছাড়াও বেশ কয়েকটি লোকাল ট্রেনের সূচি পরিবর্তন করা হতে পারে বলে জানানো হয়েছে।

–

–

–

–

–

–

–

–

