লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডামাস ইউনিভার্সিটির (Adamas University) চ্যান্সেলর প্রফেসর ড. সমিত রায় (Samit Ray)। ২০২৫ সালের ফেডারেশন অব ওয়ার্ল্ড অ্যাকাডেমিকস-এর অষ্টম বার্ষিক সম্মেলনে তাঁর হাতে এই সম্মান তুলে দেন কেন্দ্রের প্রাক্তন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী পদ্মবিভূষণ ড. মুরলিমনোহর যোশী (Murlimonohar Joshi)।

এই সম্মেলনে “ভারতে প্রযুক্তিগত শিক্ষার উদীয়মান চ্যালেঞ্জ ও সুযোগ” বিষয়ক একটি আলোচনা হয়, পরিচালনা করেন আইআইএলএম-এর ডিরেক্টর জেনারেল ড. হরিবংশ চতুর্বেদী। অংশগ্রহণ করেন ও পি জিন্দাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর আর ডি পাতিদার, আইএফএইচই হায়দরাবাদের ভাইস-চ্যান্সেলর ড. টি কোটি রেড্ডি, এসআরএম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সতীশ কুমার এবং জয়পুরিয়া স্কুল অব বিজনেস, গাজিয়াবাদের ডিরেক্টর ড. তপন নায়ক।

সম্মেলনের মূল বিষয় ছিল “ভারতের উচ্চশিক্ষায় শ্রেষ্ঠ ও নবতর অনুশীলন”। একাধিক ব্যক্তির সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করেন ড. সমিত রায়। তাঁদের মধ্যে ছিলেন ভেলোর ইনস্টিটিউট অব টেকনোলজি (VIT)-এর প্রতিষ্ঠাতা ও চ্যান্সেলর ড জি বিশ্বনাথন, আইআইটি পাটনার ডিরেক্টর প্রফেসর টি এন সিং, চিতকারা বিশ্ববিদ্যালয়ের প্রো-চ্যান্সেলর প্রফেসর মধু চিতকারা এবং আইএমটি গাজিয়াবাদের ডিরেক্টর প্রফেসর অতীশ চট্টোপাধ্যায়।

এই সম্মেলনে ড. সমিত রায়ের উপস্থিতি ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি, দেশের শিক্ষাক্ষেত্রকে রূপান্তরিত করার প্রতি তাঁর অঙ্গীকারকে আরও একবার সুস্পষ্টভাবে তুলে ধরেছে।

আরও পড়ুন – ভেঙ্কটেশ্বর মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২, ঘটে ২৫০০০ লোকের সমাগম

_

_

_

_

_
_

