দক্ষ প্রশাসক, বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের( Subrata Mukharjee) আজ প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবসে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও সকল স্তরের সাধারণ মানুষ তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানান।

রাজনীতি, সমাজসেবা ও মানুষের প্রতি তাঁর অবদানকে স্মরণ করে নিজের সোশ্যাল হ্যান্ডেলে আজ তাঁকে শ্রদ্ধা জানালেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisek Banarjee)। তিনি লেখেন, ”পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সৈনিকের প্রয়াণদিবসে জানাই বিনম্র শ্রদ্ধার্ঘ্য।”)

প্রসঙ্গত, সুব্রত মুখোপাধ্যায় ছিলেন কলকাতার প্রাক্তন মেয়র এবং রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। তিনি ৭৫ বছর বয়সে কালীপুজোর রাতে প্রয়াত হন। ২০২১ সালে ৪ নভেম্বর এসএসকেএম হাসপাতালে ৯টা ২২ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। বুকে ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএমে ভর্তি ছিলেন তিনি। সেদিন সন্ধে নাগাদ হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের শৌচাগারে যান তিনি। তারপরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

সুব্রত মুখোপাধ্যায়ের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দেখতে এসএসকেএমে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছর পেরোলেও তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁর সমাজসেবার উদাহরণ চিরস্মরণীয় ও সর্বজনবিদিত।

–

–

–

–



