Saturday, January 10, 2026

‘অন্য বিয়ের’ কাহিনি!

Date:

Share post:

ভালোবাসার অন্য রূপের সাক্ষী থাকল সুন্দরবনের(Sundarbon village) প্রত্যন্ত গ্রাম। বিবাহবন্ধনে (Maarriage) আবদ্ধ হলেন দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানা এলাকার রিয়া সর্দার এবং কুলতলি ব্লকের বকুলতলার বাসিন্দা রাখী নস্কর। স্থানীয় একটি ক্লাবের সহযোগিতায় মঙ্গলবার মন্দিরে বিয়ে করেন এই দুই নারী। স্পষ্ট জানিয়ে দিলেন জীবনের পথে চলতে গেলে ভালবাসাটাই আসল। কাকে ভালবাসছি, সেটা একেবারেই বড় বিষয় নয়।

ছোটবেলাতেই মা-বাবাকে হারিয়ে রিয়া বড় হয়েছেন মাসি-মেসোর কাছে। অন্যদিকে রাখী একান্নবর্তী পরিবারে বড় হন। দু’জনেই পেশায় নৃত্যশিল্পী। ফোনে পরিচয় আর তারপর বন্ধুত্ব এবং প্রেমের পর দুই যুবতী একসাথে জীবনের বাকিটুকু কাটানোর সিদ্ধান্ত নেন। দু’জনে জানতেন, পথ সহজ হবে না এবং সবথেকে বড় বিষয় সামাজিক বাধা আসবে। এছাড়া কটাক্ষ ও কটূক্তি তো আছেই। তবু তাঁরা নিজেদের সিদ্ধান্তে অনড় থেকেছেন । অবশেষে মঙ্গলবার সবরকম বাধা দূরে রেখে সাতপাকে বাঁধা পড়লেন সুন্দরবনের দুই যুবতী।

সুন্দরবন আগে কোনদিনই দুই মেয়ের সিঁদুরদান, সাতপাক দেখেনি। স্থানীয়রা জানান ওরা বিয়ের সিদ্ধান্ত নিলে শান্তি সঙ্ঘ মন্দিরে বিয়ে দেওয়া হয়েছে ওদের। ক্লাবের এক সদস্য জানান ক্লাবের ছেলেরা দু’জনকে সহায়তা করেছে। এর আগে এমন বিয়ে হয়নি। মোবাইলে দেখলেও বাস্তবে এই প্রথম যে তারা সমলিঙ্গের বিয়ে দেখছেন সেই কথা স্পষ্টই জানালেন।

বিয়ের পর রিয়া জানান, সম্পর্কের কথা তিনি বাড়িতে জানিয়েছিলেন। কিন্তু কেউ মানেনি। তিনিও ঠিক করেন, যাঁকে ভালবাসেন, তাঁকে ছাড়বেন না। তাই বাড়ি ছেড়ে রাখীর বাড়িতে গিয়ে থাকতে শুরু করেন তবে রাখীর পরিবার তাঁদের সম্পর্ক মেনে নেয়। অন্যদিকে রাখী জানিয়েছেন তাদের সম্পর্ক ২ বছরের। ফোনে পরিচয় হয়। অনেকেই সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন কিন্তু তারা নিজেরাই একসাথে থাকার সিদ্ধান্ত নেন।

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...