মঙ্গলযান উৎক্ষেপণের মাধ্যমে ভারত ইতিহাস তৈরির বারো বছর। ফের নর নয়া ইতিহার রচনা করার পথে ভারতীয় মহাকাশ গবেশণা সংস্থা ইসরো (ISRO)। ইসরো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল যে, ভারত প্রথমবার মঙ্গল গ্রহে অবতরণের চেষ্টা করবে। বুধবার এক ভাষণে ইসরো চেয়ারম্যান ডঃ ভি নারায়ণন নিশ্চিত করেছেন, মঙ্গলযান-২ (Mangalyaan-2) মিশন ২০৩০ সালে (Mission 2030) উৎক্ষেপণের জন্য নির্ধারিত হয়েছে।

২০১৩ সালে মঙ্গলে যান পাঠিয়েছিল ইসরো (ISRO)। সেই সময় এই সাফল্যে চমকে উঠেছিল বিশ্ব। মঙ্গলযান মিশনে যানটিতে একটি অরবিটার ছিল। মঙ্গলযান-২ তে অরবিটার এবং ল্যান্ডার উভয়ই স্থাপন করা হবে।

ইসরোর স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার এবং বিক্রম সারাভাই স্পেস সেন্টারে প্রাথমিক মিশন পাঠ এবং নকশার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। যদি এই অভিযান সফল হয়, তাহলে মঙ্গলযান-২ ভারতকে মঙ্গল গ্রহে অবতরণকারী নির্বাচিত মহাকাশযাত্রী দেশগুলির মধ্যে স্থান দেবে। আমেরিকা, চিন এবং প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যোগ দেবে। ইসরো প্রস্তুতি অব্যাহত রাখছে, ২০৩০ সালের উৎক্ষেপণ কেবল ভারতের মঙ্গল-অনুসন্ধানের গল্পে একটি নতুন মাইলফলকই নয়, বরং মঙ্গলযানের যুগান্তকারী সাফল্যের স্থায়ী উত্তরাধিকারেরও প্রতীক হবে।
আরও খবর: সকালে শীতের আমেজ, রাতে পারদ পতনের সম্ভাবনা!

–

–

–

–

–

–

—

