ব্রিসবেনে আগ্রাসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ান বোলারদের ছন্দ নষ্ট করতে পঞ্চম টি-টোয়েন্টির (Ind vs Aus 5th T20) শুরু থেকেই স্বমহিমায় দেখা গেল শুভমন গিল – অভিষেক শর্মাদের (Shubman Gill & Avishek Sharma))। দুই ওপেনারের নান্দনিক ব্যাটিংয়ের মেজাজে যখন দারুণ এক ম্যাচ দেখার আশা জাগছিল, তখনই ছন্দপতন চার ওভার পাঁচ বলের মাথায়। আচমকা হালকা বৃষ্টি আর বজ্রবিদ্যুতের কড়া সতর্কতার জেরে মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরতে হল দু দলের প্লেয়ারদের। বিপদ এড়াতে ধীরে ধীরে স্টেডিয়ামের একাংশ ফাঁকা করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে।

টস হারলেও এদিন শুরু থেকে চেনা মেজাজে ব্যাটিং শুরু করেন অভিষেক। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে সহজ ক্যাচ দিয়েও বেঁচে যান তিনি। মিড অফে ক্যাচ ফেলে দিলেন ম্যাক্সওয়েল। তাতেও ১০০০ রান সম্পূর্ণ করা থেকে তাকে কেউ আটকাতে পারেননি।এরপরই নিজের ব্যাটিং দাপট দেখাতে শুরু করেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক। টি টোয়েন্টি সিরিজে চেনা ফর্মে দেখা যাচ্ছিল না শুভমনকে। উদ্বিগ্ন ছিলেন গম্ভীর। তবে এদিন শুরু থেকেই স্বচ্ছন্দে আগ্রাসী ব্যাটিং করলেন তিনি। খেলা বন্ধ হওয়া পর্যন্ত ভারতের স্কোর বিনা উইকেটে ৫২। অভিষেক করেছেন ২৩ এবং শুভমনের ব্যক্তিগত স্কোর ২৯।

–

–

–

–

–

–

–

–

