প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি। এই অনীহা ও দেরি নিয়ে এবার কড়া নজরদারি শুরু করেছে রাজ্য প্রশাসন। মুখ্যসচিব মনোজ পন্থের নির্দেশে জেলার কর্তাদের জানানো হয়েছে, যাঁরা টাকা পেয়েও নির্মাণ শুরু করেননি, তাঁদের বাড়ি বাড়ি গিয়ে কারণ খতিয়ে দেখতে হবে। সেই বিস্তারিত প্রতিবেদন পাঠাতে হবে নবান্নে।

সূত্রের খবর, চার জেলার কাজের অগ্রগতিতে বিশেষ অসন্তুষ্ট মুখ্যসচিব। নির্দেশ দেওয়া হয়েছে, বাড়ি নির্মাণের অগ্রগতি নিয়ে প্রতি সপ্তাহে রিপোর্ট জমা দিতে হবে। পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে এখনও প্রায় ৩ লক্ষ ৭০ হাজার বাড়ি নির্মাণ অসম্পূর্ণ রয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ৪৭ হাজার, দক্ষিণ ২৪ পরগনায় ৪৬ হাজার, মুর্শিদাবাদে ৩৯ হাজার এবং কোচবিহারে ২৯ হাজার বাড়ি এখনও শেষ হয়নি।

ডিসেম্বর থেকে প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অর্থ বিতরণের পরিকল্পনা করেছে রাজ্য সরকার। তবে তার আগে প্রথম পর্যায়ের কাজ সম্পূর্ণ করাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য। নবান্ন সূত্রে জানানো হয়েছে, রাজ্যের প্রায় ৬৯ শতাংশ উপভোক্তা ইতিমধ্যেই বাড়ি নির্মাণ শেষ করেছেন। বাকি উপভোক্তাদের দ্রুত কাজ শেষ করার জন্য বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৪ সালে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের সূচনা করেন। গ্রামীণ দরিদ্র ও গৃহহীন পরিবারের জন্য বিনামূল্যে আবাসন প্রদানই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় অর্থ বরাদ্দ বন্ধ করার পর, রাজ্য নিজস্ব তহবিল থেকে এই প্রকল্পের অর্থ প্রদান চালু করে।

আরও পড়ুন- ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

_

_

_

_

_
_


