উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে কলকাতা তথা দক্ষিণবঙ্গের একাধিক জেলার বাসিন্দারা। উত্তর পশ্চিমের শীতল হাওয়া ধীরে ধীরে বইতে শুরু করেছে। বাংলা জুড়ে পশ্চিমী হওয়ার দাপটে শীত তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে (Temperature Decreased)।

রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু’দিনে তা আরও কিছুটা নামতে পারে বলে মনে করছে আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। ভোরের দিকে হালকা কুয়াশা, বেলা বাড়তেই পরিষ্কার আকাশ। রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই।পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বাড়তে পারে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সব জেলাতেই হালকা কুয়াশা সম্ভাবনা। আগামী তিন চার দিনে রাজ্যের সব জেলাতেই ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে।

–

–

–

–

–

–

–

–


