Thursday, November 13, 2025

দেশে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে ফাজিল! ফলপ্রকাশের পরে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম মাদ্রাসার দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছে সেমেস্টার পদ্ধতিতে। উচ্চ মাধ্যমিকের মতো মাদ্রাসার ফাজিল ২০২৬-এর পরীক্ষা হয়েছে OMR শিট-এ। বুধবার সেই পরীক্ষার ফল ঘোষণা করল পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের ফাজিল (মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উচ্চমাধ্যমিক) পরীক্ষার তৃতীয় সেমিস্টারে সকল সফল ছাত্র-ছাত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

পরীক্ষায় পাশের হারে এগিয়ে ছাত্ররা (Student) (৯৬.০৬%)। ছাত্রীদের পাশের হার ৯০.০৯ %। এই পর্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৫হাজার ৫০৪ জন। মোট পাশের হার ৯৩.৩৮%, ২০২৪-এর তুলনায় ০.১২% বৃদ্ধি পেয়েছে। ২০২৫-এর তৃতীয় সেমেস্টার পরীক্ষায় মোট ৬হাজার ৩৭২ জন পরীক্ষার্থী ছিল। তার মধ্যে পরীক্ষায় বসেছিল ৫হাজার ৮৯৪ জন। ৩হাজার ২৫১ জন ছাত্রের মধ্যে পাশ করেছে ৩হাজার ১২৩ জন। অন্য দিকে, ২হাজার ৬৪৩ জন ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২হাজার ৩৮১ জন। শতাংশের হারে প্রথম স্থানে জলপাইগুড়ি ও কোচবিহার। দ্বিতীয় স্থানে হুগলি এবং তৃতীয় স্থানে বাঁকুড়া। ফাজিল-এর তৃতীয় সেমেস্টারে অকৃতকার্য হয়েছে ৮৪০ জন। অনুপস্থিত ছিল ৪৭৮ জন। যারা এই সেমেস্টারে বসেনি, তারা চতুর্থ সেমেস্টার দেওয়ার সুযোগ পাবে। আসন্ন বিধানসভা ভোটের কারণে চতুর্থ তথা চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। ২০২৬-এর ২৯ জানুয়ারি ওই পরীক্ষা শুরু হতে চলেছে।

এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানিয়েছেন, “আজ পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের ফাজিল (মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উচ্চমাধ্যমিক) পরীক্ষার তৃতীয় সেমিস্টারে সকল সফল ছাত্র-ছাত্রীকে জানাই আমার শুভেচ্ছা। তোমাদের বাবা-মা, শিক্ষক-শিক্ষিকাদেরও অভিনন্দন জানাই।
দেশের মধ্যে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে ফাজিল পরীক্ষা হল, এই বিপুল আয়োজন সঠিকভাবে করার জন্য এর সঙ্গে যুক্ত সকলকে আমার ধন্যবাদ জানাই। যারা এবার ভালো ফল করতে পারোনি তাদের বলব, হতাশ না হয়ে চতুর্থ সেমিস্টারে যাতে ভালো ফল হয় তার চেষ্টা করো।”

spot_img

Related articles

শেষ হল আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন, অর্থনীতিতে বড় ধাক্কার সম্ভাবনা

আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন (Shutdown) শেষ হল। ১ অক্টোবর থেকে আমেরিকায় (America) অচলাবস্থা শুরু হয়েছিল। ‘স্পেন্ডিং বিল’ অর্থাৎ...

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...

১ কেজি পেঁয়াজ বেচে ২টাকাও জুটল না! মধ্যপ্রদেশে মিডলম্যানদের উৎপাতে দিশাহারা কৃষকরা

পেঁয়াজের দাম নেমে পৌঁছে গিয়েছে প্রতি কেজি ১টাকা ৯৯ পয়সায়। অর্থাৎ দুটাকাও দাম পাচ্ছেন না মধ্যপ্রদেশের (Madhyapradesh) পেঁয়াজ...

লেন্স নয় সিনেমার আত্মাকে ধরতে পারে মিউজিক, KIFF আড্ডায় নস্টালজিক শান্তনু

সিনেমার ভাষায় সুরের প্রয়োজনীয়তা কতটা, নির্বাক অনুভূতিকে কতটা বাঙময় করে তুলতে পারে মিউজিক, এ প্রশ্ন চিরকালীন। ৩১ তম...