Wednesday, January 14, 2026

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

Date:

Share post:

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা ভলিবল(Volleyall) টেন্টে এসে প্লেয়ারদের সঙ্গে অসভ্যতা করেন। এমনকি হুমকি দেন জাতীয় দলের প্লেয়ারদের। এই ঘটনায় বিদ্রোহের দাবানল  রাজ্য ভলিবলে। সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগের পথে হাঁটছেন কর্ম সমিতির সদস্যদের একাংশ।

বিদ্রোহী গোষ্ঠীর কর্তা গোবিন্দ ভট্টাচার্য বুধবার সাংবাদিক সম্মেলনে বলেন,৭ সেপ্টেম্বর এজিএম হয়। আমরা দাবি তুলি ১৯৫৬ সালের সাংবিধান পরিবর্তন করতে হবে।  সেটা ছিল ভলিবল ফেডারেশন। এরপর asso হয়। যোগ্য সাংবিধান দাবি করেছিলাম।  ভোট করতে হবে। শেষ ভোট হয় ২০১২ সালে। এর হয় ২০১৭ সালে। ২০২০ সালের নির্বাচন হয় ২০২৩ সালেও হয় সেটা হয় সিলেক্ট। ২০২৪ সালের কোনো ভোট হয়নি।   ১৯৯১ সালে সচিব হন পল্টুদা , তারপর থেকে পদে আছেন। ২০১২ সালে  ৫ কোটি এফডি ছিল আমাদের তহবিলে। এখন ২ কোটি মত আছে। পল্টু বাবু দু তিন জনকে নিয়ে চলেন।  নিজের পুতুল কয়েকজনকে নিয়ে সেক্রেটারিযেত মিটিং হয়। সেটা সাংবিধান সম্মত নয়।

অভিযোগ উঠেছে আর্থিক দুনীর্তিরও।  শেষ বছর রাজ্য চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় সাব কমিটির নামে। ১.২০-৪০ মধ্যে হয়। উনি নিজে করলে হয় ২.৮০ লক্ষ টাকায়। ভলিবল সচিব এর পোস্ট সম্মানিক।  কিন্তু উনি ৩০ হাজার টাকা নেন প্রতি মাসে ফুয়েল চার্জ ও চালক বেতন নিয়ে। প্রত্যেক ক্লাবকে অনুদান দেন সোটার হিসেব নেওয়া হয় না।

জাতীয় কোচ মহামায়া চৌধুরী বলেন, আমি ৩০ বছর ধরে ভলিবলের সঙ্গে যুক্ত। আমি এই ঘটনা দেখিনি।  পল্টু দা অনেক ছেলে এনে অনেক চিৎকার করে প্লেয়ারদের খারাপ ভাষায় কথা বলেন। হুমকি দেন।  আমরা প্রতিবাদ করায় এখানে কাজ পাইনা।  এখানে এক নায়কতন্ত্র চলছে। এখানে একজন সচিব আছেন যিনি বলে দিচ্ছেন তার কথাই শেষ কথা।   তিনি বেতন নিচ্ছেন কোনও কথা শুনেছেন না।

বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি নিয়ে ক্রীড়া মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করা হবে এই সচিবকে বদল করে  নতুন করে আনার।

spot_img

Related articles

আজ হাইকোর্টে ইডি-আইপ্যাক মামলার শুনানি, প্রবেশ নিয়ন্ত্রণ এজলাসে

আইপ্যাকের (I-PAC) সল্টলেক অফিসে কেন্দ্রীয় এজেন্সির হানার ঘটনায় সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ (Mamata Banerjee) রাজ্যের শাসক...

মকর সংক্রান্তির ভোরে গঙ্গাসাগরে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড়, রাজ্য সরকারের ব্যবস্থাপনায় খুশি ভক্তরা

পৌষের শেষ দিনে সাগরতীর্থে উপচে পড়া ভিড়। ভোররাত থেকে শুরু হয়েছে পুণ্য স্নান। রাজ্য সরকারের তত্ত্বাবধানে মকর সংক্রান্তি...

ছক ভেঙে আজ উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক

ছক ভেঙে একেবারে অন্যরকম ভূমিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুধু নেতা-কর্মীদের নির্দেশ দেওয়াতেই শেষ নয়, এবার নিজেও নামছেন...

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...