পুর নিয়োগ মামলার তদন্তে এবার রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর (Sujit Basu) স্ত্রী ও তাঁর পুত্র-কন্যাকে তলব করল ইডি (ED)। ইডি সূত্রে খবর, সিজিও কমপ্লেক্সে (CGO Complex) আগামী সপ্তাহে তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে।
এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট সূত্রে খবর, পুর নিয়োগ মামলায় একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। অভিযুক্ত অয়ন শীল-সহ বেশ কয়েকজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ইডি। এই তদন্তে এর আগে, ২০২৪-এর ১২ জানুয়ারি লেকটাউনে মন্ত্রীর বাড়ি ও অফিসে টানা ১৪ ঘণ্টা তল্লাশি চালায় ইডি। গত বছর অক্টোবরে লেকটাউনে সুজিত বসুর (Sujit Basu) দুটি বাড়ি ও দফতরে ফের হানা দেন ইডি আধিকারিকরা। সুজিত-পুত্র সমুদ্র বসুর (Samudra Basu) ধাবাতেও হানা দেয় ইডি। তল্লাশিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে খবর।

ইডি সূত্রে খবর, পুর নিয়োগে অর্থ লেনদেনের দিকটি খতিয়ে দেখতেই এই পদক্ষেপ। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী মন্ত্রীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করার জন্যেই তলব করা হয়েছে।

–

–

–

–

–

–

–


