সকালের আলো ভালো করে ফোটার আগেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন থেকে পাশের বিল্ডিংয়েও ছড়িয়ে পড়ল আগুন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২০টি ইঞ্জিন। তবে দোকানের ভিতরে প্রচুর দাহ্য পদার্থ থাকায় এবং ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

পুলিশ সূত্রে খবর, শনিবার ১৫ নভেম্বর ভোর ৫টা নাগাদ ১৭ নং এজরা স্ট্রিটে আগুন লাগে। একটি ইলেকট্রিক দোকানের দ্বিতীয় তলায় হঠাৎ আগুন লেগে যায়। দেখতে পেয়ে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করেন, এরপরে দমকলে খবর দেন। উল্টোদিকের আরও একটি বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়েছে বলে খবর। একের পর এক তলে আগুন জ্বলতে দেখা যায়। আশেপাশের সমস্ত দোকানেই ইলেকট্রিক, বৈদ্যুতিন সামগ্রী এবং এসি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। বিল্ডিংয়ের মাঝের অংশে পৌছনো যাচ্ছে না। গলির দুই দিক থেকে দমকলের কর্মীরা জল দিয়ে বিল্ডিংগুলিতে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। মাঝেমধ্যেই সিলিন্ডার ফাটার শব্দ শোনা যাচ্ছে।চারপাশের সমস্ত বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। দমকলকর্মীদের সাথে স্থানীয় বাসিন্দারাও বিল্ডিং থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে চলেছেন। হতাহতের কোনও খবর মেলেনি। কী কারণে আগুন লাগল তা স্পষ্ট নয়।

–

–

–

–

–

–

–

–


