প্রকাশিত হল একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকা। কমিশন জানিয়েছে, প্রায় ২০ হাজার চাকরিপ্রার্থীকে নথি যাচাই এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। নিজেদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে কারা ইন্টারভিউয়ের জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছেন, তা কমিশনের ওয়েবসাইটে এখনই দেখে নেওয়া যাচ্ছে। পূর্ণাঙ্গ তালিকাও খুব শিগগিরই প্রকাশ করা হবে।

সমস্ত পরীক্ষার্থীদের ইন্টারভিউয়ের জন্য অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শিক্ষামন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আজ তাদের ওয়েবসাইটে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক পদে আবেদনকারী প্রার্থীদের বিস্তৃত তথ্যসম্বলিত সাক্ষাৎকার-যোগ্য প্রার্থীদের এক প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। উক্ত প্রার্থীদের নথিপত্র যাচাই প্রক্রিয়া আগামী ১৮ই নভেম্বর, ২০২৫ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে সূচিত হতে চলেছে-যা আমাদের অভিভাবক, মাননীয়া মুখ্যমন্ত্রীর প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন করার আমাদের অঙ্গীকারের স্বচ্ছ, সুদৃঢ় ও দায়বদ্ধতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত। তাই চাকরিপ্রার্থীদের প্রতি আমাদের আন্তরিক বার্তা-ভরসা রাখুন, ভরসা থাকুক’।

আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হবে নথি যাচাইয়ের কাজ। চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। এর আগে ৭ নভেম্বর প্রকাশিত হয়েছিল লিখিত পরীক্ষার ফল। নতুন তালিকা থেকে পরীক্ষার্থীরা বুঝতে পারবেন ইন্টারভিউয়ের জন্য তাঁরা নির্বাচিত কি না। কমিশন সূত্রের দাবি, প্রতি ১০০টি শূন্যপদের জন্য ১৬০ জন প্রার্থীকে ডাকা হবে। সেই হিসাবে প্রায় ২০ হাজার প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে নথিসহ।

চলতি বছর ১৪ সেপ্টেম্বর রাজ্যের ৪৭৮টি কেন্দ্রে এই লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল। মোট ৩৫টি বিষয়ে হয় পরীক্ষা, প্রতিটি বিষয়ের পূর্ণমান ছিল ৬০। আবেদন করেছিলেন মোট ২ লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন, তাঁদের মধ্যে ৩,১২০ জন বিশেষ ভাবে সক্ষম। শেষ পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন প্রার্থী।

আরও পড়ুন- SIR-এর নামে প্রতারণা চক্র! দিল্লি থেকে এসে OTP-কারসাজিতে গ্রেফতার ৮

_

_

_

_

_
_


