রবিবার রাতেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন শুভমান গিল(subhaman gill)। কিন্তু এখনও পুরোপুরি সুস্থ নন ভারত অধিনায়ক। দ্বিতীয় টেস্টে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। পাশাপাশি দলের সঙ্গে গুয়াহাটি যেতে পারবেন না কিনা তা নিয়েও প্রশ্ন আছে।

রবিবার রাতের দিকে হাসপাতাল থেকে টিম হোটেলে ফেরেন গিল। কিন্তু হাসপাতালের পক্ষ থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। চেয়েও এক অদ্ভূত পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয় দলের অধিনায়ককে। গিলকে পরামর্শ দেওয়া হয়েছে, ঘাড়ের সমস্যার বিমানসফর না করলেই ভাল। তাতে ঘাড়ের ব্যথা বাড়তে পারে।

মঙ্গলবার ইডেনে অনুশীলন করবে ভারতীয় দল। বুধবার গুয়াহাটি যাবে ভারতীয় দল। তিনি ভারতীয় দলের সতীর্থদের সঙ্গে গুয়াহাটি নাও যেতে পারেন। মঙ্গলবার ফের হাসপাতালে যাবেন গিল। আরও এক দফা পরীক্ষা নীরিক্ষা হবে তাঁর। তারপরেই গিলের বিমান সফর নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একান্ত খেলার সম্ভাবনা না থাকলে গিলকে গুয়াহাটিতে নাও পাঠানো হতে পারে।

হাসপাতাল থেকে বেরোনোর সময় দেখা গিয়েছে গিলের নেক কলার পরে রয়েছেন। ভারত অধিনায়কের হাঁটাচলা নিয়েও সমস্যা রয়েছে। দ্বিতীয় টেস্টে গিলের খেলা নিয়েও রয়েছে সংশয়।এমনকি একদিনের সিরিজে খেলতে পারবেন কিনা তা নিয়েও সন্দেহ আছে। গিল দ্বিতীয় টেস্ট বা একদিনের সিরিজে খেলতে না পারলে নতুন অধিনায়ক বেছে নিতে হবে ভারতীয় দলকে। দৌড়ে এগিয়ে আছে ঋষভ পন্থ।

–

–

–

–



