Tuesday, November 18, 2025

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

Date:

Share post:

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর সেই কারণে ভারতে চিঠি পাঠাচ্ছে তারা। তার আগেই এই রায়ের পরে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বার্তায় বলা হল, “ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশে শান্তি, গণতন্ত্র, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় থাকাই ভারতের অগ্রাধিকার।“ তবে, হাসিনা সম্পর্কে কোন মন্তব্য সেই বিবৃতিতে নেই।

সোমবার, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির সাজা ঘোষণা করে। তাঁকে অবিলম্বে ফেরত চায় ইউনূস সরকার। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, হাসিনা গত বছরের অশান্তির পর থেকেই ভারতে রয়েছেন। গতবছর জুলাই মাসে ছাত্র আন্দোলনে হিংসা দমন-পীড়নের ঘটনায় তাঁকে ‘মানবতাবিরোধী অপরাধ’-এ দোষী সাব্যস্ত করা হয়েছে। ঢাকার হুমকি, “যে কোনও দেশ হাসিনাকে আশ্রয় দিলে তা অত্যন্ত অ-মৈত্রিক ও ন্যায়বিচারের প্রতি অবজ্ঞা হিসেবে গণ্য হবে।”

সঙ্গে সঙ্গেই এর জবাব দেয় নয়াদিল্লি (New Delhi)। ভারতের বিদেশ মন্ত্রক জানায়, ঢাকার রায়ের বিষয়টি  নয়াদিল্লি সরকারিভাবে নথিবদ্ধ করেছে। লেখে, “ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে, বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ভারত, যার মধ্যে রয়েছে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা। সে লক্ষ্যে ভারত সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে।“

কূটনৈতিক মহলের মতে, নয়াদিল্লি কোনওভাবে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না বলে ঢাকাও ভাল করেই জানে। তবে তাদের দেশের রাজনীতিকে বার্তা দিতেই এই সব কথা বলছে ইউনুস প্রশাসন।

spot_img

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...