মঙ্গলবার থেকে শুরু হল এসএসসি(SSC) একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া। ইতিমধ্যেই কুড়ি হাজার নামের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। আজ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে প্রক্রিয়া। ডিসেম্বরের মধ্যেই সমস্ত নিয়োগ প্রক্রিয়া শেষ হবে বলে ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

বিজ্ঞপ্তি দিয়ে এসএসসি(SSC) জানিয়েছে, প্রত্যেক চাকরিপ্রার্থীকে নিজেদের সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম এবং ই-ইনফরমেশন শিট রাখতে হবে। তাতে অবশ্যই যেন রোল নম্বর আইডি লেখা থাকে। এর পাশাপাশি সচিত্র পরিচয়পত্র যেমন, আধার, প্যান, পাসপোর্ট এবং জাতিগত শংসাপত্র রাখতে হবে।

বিশেষ ভাবে সক্ষম বা অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজ সঙ্গে রাখতে হবে। একইসঙ্গে জানানো হয়েছে যাতে প্রত্যেকটি বৈধ কাগজের স্বাক্ষর তারিখ ২১ জুলাই ২০২৫-এর আগের হয়।

শিক্ষাগত যোগ্যতা হিসেবে, স্নাতকোত্তরের শংসাপত্র ও অরিজিনাল মার্কশিট বহন করতে হবে। টেট পাস সার্টিফিকেট এবং কোথা থেকে প্রশিক্ষণ নিয়েছে সেই বিষয়ে যাবতীয় নথিও আনতে হবে সঙ্গে। শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতার প্রমাণ আনতে হবে। এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তরফে দেওয়া চিঠি সঙ্গে রাখতে হবে।সমস্ত নথির আসল স্ব-প্রত্যয়িত প্রতিলিপিও সঙ্গে রাখতে হবে।

–

–

–

–

–



