মোদি-রাজ্য গুজরাত থেকে সাইবার প্রতারণায় অভিযুক্ত অর্থনীতির শিক্ষক-সহ তিনজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। মুম্বই ক্রাইম ব্রাঞ্চের নাম করে কলকাতার এক প্রবীণ নাগরিকের ৭৯ লক্ষ টাকা প্রতারণা করা হয়। এই ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশ পেল বড়সড় সাফল্য। গুজরাতের রাজকোট থেকে অর্থনীতির শিক্ষককে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। মূল অভিযুক্ত ভারু রবিকান্ত বকুল গোপাল ভাই অর্থনীতির শিক্ষক। ওই শিক্ষকের ছাত্র সনদারভা জিলেস নরেন্দ্রভাই ও এক ব্যবসায়ী চাংদেরা বিপুল কুমার বান্না ভাইকেও গ্রেফতার করা হয়। অভিযোগ, কলকাতার এক প্রবীণ নাগরিককে ফোন করে বলা হয়, তাঁর বেশ কিছু ব্যাঙ্কের ট্রানজাকশন অনুযায়ী বিভিন্ন অপরাধীদের কাছে টাকা পৌঁছেছে। তাই তদন্তের স্বার্থে মুম্বই পুলিশ তাঁর সঙ্গে কথা বলতে চায়। তাঁকে জানানো হয় মুম্বই ক্রাইম ব্রাঞ্চ থেকে ফোন করা হয়েছে। এখন তাঁর ব্যাঙ্কের বাকি টাকা আরবিআইয়ের নির্দিষ্ট ডিপার্টমেন্টে পাঠাতে হবে। তারপর তাঁকে দিয়ে ৭৯ লক্ষ টাকা ট্রান্সফার করানো হয়। এভাবে মুম্বই ব্রাঞ্চের পুলিশ সেজে টাকা হাতিয়ে নেয় সাইবার প্রতারকরা। এই ঘটনার তদন্তে নামে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা। গুজরাতে হানা দিয়ে কলকাতা পুলিশের আধিকারিকরা তিন সাইবার প্রতারককে গ্রেফতার করে। তাদের ট্রানজিট রিমান্ডে কলকাতার আনা হচ্ছে।

আরও পড়ুন- নীতীশ কুমারের নামেই সিলমোহর, আগামিকালই দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ

_

_

_

_

_

_

_
_


