Thursday, November 20, 2025

বিতর্কিত পরিচালকের দায়িত্বে এবার ‘দাবাং ৪’!

Date:

Share post:

মাঝে কেটে গিয়েছে বেশ কিছুদিন। অনুরাগীদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে কবে আসছে ‘দাবাং ৪’। অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে এমনটাই জানালেন ছবির প্রযোজক আরবাজ খান (Arbaj Khan)। কিছুদিন আগেই একটা ইন্টারভিউয়ে আরবাজ় জানিয়েছেন, দাবাং ৪ খুব তাড়াতাড়ি আসবে। চুলবুল পান্ডের চরিত্রে সলমান খান অভিনীত দাবাং ৪-এর (Dabangg 4) কাজ শুরু হয়েছে। যদিও কবে মুক্তি পাবে ছবিটি, সেটা স্পষ্ট করে কিছু জানাননি আরবাজ়। ছবি নিয়ে সলমনের সঙ্গে বেশ কয়েকবার মিটিং করেছেন তিনি সেই কথাও জানিয়েছেন। সলমনের দাবাং মানেই অ্যাকশন সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। তবে ছবির পরিচালনা কে করছেন, সেটা নিয়েও কৌতূহল তুঙ্গে। আরবাজ জানান, তাড়াহুড়ো নেই। কাজ ধীরে সুস্থেই এগোচ্ছে। তবে এই ছবি নিয়ে একটু বেশিই আশাবাদী তিনি সেই কথাও স্পষ্ট। ছবিতে সঞ্জয় কপুরকেও দেখা যাবে। এছাড়া ছবিতে থাকছেন আশুতোষ রানা, দীপশিখা প্রমুখ।

সূত্রের খবর, দাবাং ৪ (Dabangg 4) নাকি পরিচালনা করতে চলেছেন অভিনব কাশ্যপ (Abhinav Kashyap)। কিন্তু সলমন-আরবাজ়ের সঙ্গে অভিনবের সম্পর্কের অবনতির কথা জানে গোটা ইন্ডাস্ট্রি। এর আগে সলমন-আরবাজকে নিয়ে অভিনবের মন্তব্যে বিতর্ক ছড়ায়। দাবাং-এর সেটে নাকি ঝামেলা হয় আরবাজ-সলমনের। এই ঘটনার পর একটি দৃশ্য সিনেমা থেকে বাদও দেওয়া হয়। কিন্তু এতকিছুর পরেও অভিনব আবার দাবাং ৪-এর দায়িত্ব পাচ্ছেন এই বিষয়টাই অবাক করছে সকলকে। আগামী মাসে সলমান খান তাঁর ৬০তম জন্মদিন উদযাপন করতে চলেছেন। আরবাজ খানের এই ঘোষণা সলমান খানের ভক্তদের জন্য আগাম উপহার তো বটেই।
আরও খবরহরমনপ্রীতকে ডি লিট দিচ্ছে যাদবপুর, বিশ্বকাপজয়ী অধিনায়ক এখন বিজ্ঞাপনের মুখ

প্রসঙ্গত, অভিনব কাশ্যপ পরিচালিত প্রথম ছবি “দাবাং” ২০১০ সালে মুক্তি পায়। দ্বিতীয় ছবি “দাবাং ২” ২০১২ সালে মুক্তি পায় এবং পরিচালনা করেন আরবাজ খান। দাবাং ৩ ২০১৯ সালে মুক্তি পায় এবং পরিচালনা করেন প্রভু দেবা। সলমান খান বর্তমানে বিগ বস ১৯-এর সঞ্চালনা করছেন এবং এর পরে তাঁকে অপূর্ব লাখিয়া পরিচালিত ব্যাটল অফ গালওয়ানে দেখা যাবে। ছবিটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

spot_img

Related articles

‘ঝরা শৈশব’: আকাশবাণীর ‘শিশুশ্রী’ অ্যাওয়ার্ডে সম্মানিত এফএম রেনবো-এফএম গোল্ডের অডিও ডকু

পশ্চিমবঙ্গ সরকারের 'শিশুশ্রী' মিডিয়া অ্যাওয়ার্ডে সম্মানিত হল শিশুর (Child) অধিকার রক্ষা নিয়ে আকাশবাণী এফএম বাংলা বিভাগ অর্থাৎ এফএম...

বিশ্ব শিশু দিবসে নীল আলোয় সেজে উঠল কলকাতার একাধিক ঐতিহ্যবাহী ভবন-সৌধ

বিশ্ব শিশু দিবস উপলক্ষে নীল আলোয় আলোকিত হয়ে উঠল কলকাতার বেশ কয়েকটি ঐতিহ্যবাহী ভবন ও সৌধ। শহরের বিধানসভা...

কাজে বেরিয়ে সেরিব্রাল অ্যাটাক! বিএলও-র কাজ থেকে অব্যাহতি কোন্নগরের তপতি বিশ্বাসকে

এসআইআর-এর কাজে বেরিয়ে সেরিব্রাল অ্যাটাকের শিকার হলেন কোন্নগরের তপতি বিশ্বাস। বৃহস্পতিবার তাঁকে আনুষ্ঠানিকভাবে বিএলও-র কাজ থেকে অব্যাহতি দেওয়া...

তৃণমূল BLA-দের উপর বিজেপি-র হামলা! দোষীদের শাস্তির দাবি কুণালের

বিজেপির গুন্ডাদের হাতে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে তৃণমূলের দুই বিএলএ-২ পবিত্রকুমার সাউ ও দেবব্রত মাইতির আক্রান্ত হওয়ার ঘটনার তীব্র...