সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করতে সচেষ্ট স্কুল সার্ভিস কমিশন (SSC)। তাতে একদিকে আন্দোলন, অন্যদিকে মামলায় গতিরুদ্ধ করার প্রচেষ্টা এক শ্রেণির আন্দোলনকারীদের। এই পরিস্থিতিতে একাদশ-দ্বাদশের ভেরিফিকেশন (verification) প্রক্রিয়া নির্বিঘ্নেই চলছে। যদিও এই প্রক্রিয়ায় বহু উত্তীর্ণ পরীক্ষার্থী যোগ না দেওয়ায় অনুত্তীর্ণদের পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সোমবার থেকে একাদশ-দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ায় ভেরিফিকেশনের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথমে বাংলা (Bengali) বিষয়ের ভেরিফিরকেশন হয়। বুধবার থেকে শুরু ইংরাজির (English) ভেরিফিকেশন। এই দুই বিষয়ের ভেরিফিকেশন হলেই ২৬ নভেম্বর থেকে শুরু হবে ইন্টারভিউ। অথচ দুই বিষয়ের ভেরিফিকেশনেই বহু উত্তীর্ণ পরীক্ষার্থী অনুপস্থিত।

একাদশ-দ্বাদশের ইন্টারভিউ রাজ্যের এক একটি জোনের তত্ত্বাবধানে হবে। এই এতগুলি প্রক্রিয়া এক সঙ্গে করার কারণে নবম-দশমের ফলাফল প্রকাশে কিছুটা দেরি হচ্ছে। তবে সোমবারের মধ্যে সেই ফল প্রকাশের সম্ভাবনা। নবম দশমে শূন্যপদ ২৩,২১২। একাদশ-দ্বাদশে শূন্যপদ ছিল ২০,৫০০। কিন্তু ভেরিফিকেশন (verification) প্রক্রিয়ায় বাংলার ক্ষেত্রে যোগ দিলেন না ২৫ জন। ইংরাজিতেও (English) বেশ কিছু অনুপস্থিতির খবর পাওয়া গিয়েছে।

আগেই কমিশনের তরফে জানানো হয়েছিল, ভেরিফিকেশন প্রক্রিয়ায় অংশ না নিলে তাঁরা কোনওভাবেই ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। অন্যদিকে ২৬ জন পরীক্ষার্থী নিজেদের সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন। এক্ষেত্রে অংশ না নেওয়া পরীক্ষার্থীদের জন্য শূন্য আসনে কী ব্যবস্থা নেবে কমিশন, তা এখনও জানানো হয়নি। সেই সঙ্গে ভুল তথ্য দেওয়া পরীক্ষার্থীদের ক্ষেত্রেও কী করা হবে তা পর্যালোচনা করছে কমিশন।

আরও পড়ুন : জয়েন্ট এন্ট্রান্স-এর সফল নার্সিং ও প্যারামেডিকেল পেশাজীবীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

অনেক ক্ষেত্রেই বয়স পেরিয়ে যাওয়ায় ভেরিফিকেশনে অংশ নেননি পাশ করা পরীক্ষার্থীরা, জানা গিয়েছে। অনেক ক্ষেত্রে অবশ্য নতুন করে মামলা মোকদ্দমার কারণে পিছিয়ে যাচ্ছেন পরীক্ষার্থীরা, এমনটাও মনে করছে স্কুল সার্ভিস কমিশন।

–

–

–

–

