ভারতীয় টেস্ট দল থেকে অধিনায়ক শুভমান গিলকে (Shubhaman Gill )ছেড়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই মুম্বই চলে গেছেন গিল। আগামী ২-৩ দিনের মধ্যে চিকিৎসক দীনশ পারদিওয়ালার সাথে দেখা করবেন বলে জানা যাচ্ছে। তার পর বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে যাবেন গিল। সেখানেই তাঁর পরবর্তী চিকিৎসা চলবে।কবে আবার মাঠে ফিরতে পারবেন গিল তা এখনও নিশ্চিত নয়।

সূত্রের খবর অনুসারে, শুভমানের (Shubhaman Gill ) ঘাড়ের যন্ত্রণা আগের চেয়ে অনেকটাই কমেছে। কিন্তু একশো শতাংশ ফিট হওয়ার থেকে তিনি অনেকটাই দূরে। তিনি যেহেতু ভারতের দুই ফরম্যাটের অধিনায়ক, তাই ঝুঁকি নেওয়া হচ্ছে না।

বৃহস্পতিবারই ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক জানিয়েছিলেন, গিলের পরিস্থিতি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের মেডিক্যাল টিমের সদস্যরা। গিল আবার করে মাঠে ফিরতে পারবেন, সে সম্পর্কে কিছু জানানো হয়নি বিসিসিআইয়ের বার্তায়। ওডিআই সিরিজেও তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা আছে।

ইডেন টেস্টে ঘাড়ে চোট পান শুভমান গিল। পুরো ব্যাটও করতে পারেনি। দ্বিতীয় দিনের শেষে ইডেন থেকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। দলের সঙ্গে গুয়াহাটি গেলেও গিল ফিরে গেলেন মুম্বইতে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন পন্থ।গিলের পরিবর্তে খেলতে পারেন সাই সুদর্শন। তাঁকেই তৈরি রাখছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক।

–

–

–

–



