রাজ্যের শিল্পতালুকগুলিতে (Industrial Area) দূষণ নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিতে চলেছে । রাজ্য শিল্প উন্নয়ন নিগমের উদ্যোগে শিল্পপার্কগুলিতে প্রথমবার রিয়্যাল-টাইম পরিবেশ পর্যবেক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা বসানো হচ্ছে। প্রকল্পটি সম্পূর্ণ হলে পার্কগুলির ভিতরে বাতাসের মান ও শব্দদূষণ (Pollution) সম্পর্কে মুহূর্তে তথ্য পাওয়া যাবে। আপাতত উত্তর ২৪ পরগনার মানিকঞ্চন বিশেষ অর্থনৈতিক অঞ্চল, কলকাতার পরিচয় পোশাক পার্ক, নৈহাটির ঋষি বঙ্কিম শিল্পউদ্যান এবং পূর্ব মেদিনীপুরের হলদিয়া শিল্পপার্ক (Industrial Park)- এই পাঁচটি জায়গায় শুরু হবে পরিষেবা। কর্মতৎপরতা এবং বিভিন্ন রকমের শিল্প ইউনিট থাকার কারণে এই তালুকগুলিকেই প্রথম ধাপে বেছে নেওয়া হয়েছে।

রাজ্য শিল্পোন্নয়ন নিগম সূত্রে খবর, শিল্পতালুকগুলিতে ক্লাউড-সংযুক্ত মনিটরিং ইউনিট বসানো হবে, যা বাতাসে ক্ষুদ্র কণার পরিমাণ, ধুলিকণা, বিভিন্ন গ্যাস ও শব্দস্তর পরিমাপ করবে। সঙ্গে ধুলো ও ভাসমান কণাকে দ্রুত নিয়ন্ত্রণ করার প্রযুক্তিও বসানো হবে। প্রতিটি শিল্প তালুকের প্রধান প্রবেশদ্বারে বড় আকারের স্ক্রিন বসানো হবে, যেখানে রিয়্যাল-টাইম দূষণ মাত্রা প্রকাশ পাবে। এতে শ্রমিক, উদ্যোক্তা ও আগত সাধারণ মানুষ এক নজরে পরিবেশের অবস্থা দেখতে পারবেন।

নবান্ন (Nabanna) সূত্রের খবর, রাজ্য একটি ব্যবস্থাপনা চাইছে —যেখানে কোনও পার্কে দূষণের (Pollution) মাত্রা হঠাৎ বেড়ে গেলে সঙ্গে সঙ্গে সতর্কবার্তা যাবে এবং সংশ্লিষ্ট অফিসার দ্রুত ব্যবস্থা নিতে পারবেন। নিযুক্ত সংস্থাকে ৬মাসের মধ্যে সমস্ত ইউনিট বসানো ও কমিশনিংয়ের কাজ শেষ করতে হবে। অধিকাংশ যন্ত্রের জন্য টেন্ডারে ৩৬ মাসের রক্ষণাবেক্ষণের শর্ত রাখা হয়েছে, যাতে এগুলি সবসময় কার্যকর থাকে।
আরও খবর: বিশেষ দলকে সুবিধা দিতে নাম বাদের ষড়যন্ত্র! মৃত্যুর দায় এড়াতে পারে না কমিশন: নালিশ তৃণমূলের

প্রকল্পের সঙ্গে যুক্ত আধিকারিকদের কথায়, যন্ত্রপাতিগুলি জাতীয় ও আন্তর্জাতিক মান বজায় রাখতেই হবে এবং দূষণ নিয়ন্ত্রণ সংস্থাগুলিতে ব্যবহারের পূর্ব ইতিহাস থাকা আবশ্যক। দীর্ঘমেয়াদি তথ্যভান্ডার গড়ে তুলতেই এই উদ্যোগ—যেখানে বছর বছর দূষণের প্রবণতা বোঝা যাবে, ভবিষ্যৎ শিল্প সম্প্রসারণ ও পরিকাঠামো পরিকল্পনায় ব্যবহার হবে, এবং একই সঙ্গে নিরাপত্তা ও দায়বদ্ধতা বাড়বে।

–

–

–

–

–

–


