Friday, January 23, 2026

আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ ক্ষতি করতে পারবে না, দিল্লি বিস্ফোরণ নিয়ে মন্তব্য শাহরুখের!

Date:

Share post:

রাজধানীতে লালকেল্লার সামনে আত্মঘাতী গাড়ি বিস্ফোরণের ঘটনায় এবার মুখ খুললেন বলিউড অভিনেতা শাহরুখ খান (Shahrukh Khan)। শনিবার মুম্বইয়ে আয়োজিত ‘পিস অফ অনার্স’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলিউড বাদশা বলেন, “আমাদের যাঁরা আক্রমণ করছে তাদের ভয় পেতে দাও। যদি আমাদের মধ্যে, ঐক্য, দৃঢ়তা বজায় থাকে তাহলে কেউ আমাদের কোনও ক্ষতি করতে পারবে না। তা করার আগে দু’বার ভাববে।”

ভারতীয় বিনোদন জগতের সুপারস্টার শাহরুখ সাম্প্রতিককালে তাঁর ‘জওয়ান’ (Jawan) সিনেমার মাধ্যমে দেশের মানুষের উদ্দেশ্যে একটি বড় বার্তা দিয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাধারণ মানুষের কী করনীয় তা নিয়ে কিং খানের সিনেমার লম্বা মনোলগ দেশবাসীর মন ছুঁয়ে গেছে। সাধারণত শাহরুখ (SRK) বিতর্ক থেকে দূরে থাকতে ভালবাসেন। তবে দেশের যেকোনও সমস্যায় সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেন। তা সে প্রাকৃতিক দুর্যোগ হোক বা অন্য কিছু। ‘পিস অফ অনার্স’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুম্বই পহেলগাঁও ও দিল্লির ঘটনায় নিহতদের পরিবার। সেখানে ২৬/১১, পহেলগাম ও সাম্প্রতিককালের দিল্লি বিস্ফোরণে নিহতদের প্রতি ও দেশের বীর সৈন্যদের শ্রদ্ধা জানিয়ে শাহরুখ বলেন, “আমাকে আজ এই অনুষ্ঠানে বিশেষ চারটি পংক্তি বলতে বলা হয়েছে দেশের জওয়ানদের উদ্দেশ্যে। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে আপনি দেশের জন্য কী করেছেন? তাহলে তাঁকে উত্তরে বলুন, ‘আমি আমার দেশকে রক্ষা করেছি। যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে আপনি জীবনে কী কী অর্জন করেছেন তাহলে তাঁকে উত্তরে বলুন, আমি ১৪০ কোটি মানুষের আশীর্বাদ, ভালোবাসা অর্জন করেছি। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে, আপনি কি কোনও কিছুতে ভয় পান? তাহলে উত্তরে তাঁকে বলুন, আমাদের যাঁরা আক্রমণ করছে তাঁদের ভয় পেতে দাও।” এরপরই তিনি দেশের একতার ওপর ভরসা রাখার বার্তাও দেন। সকলকে শান্তির পথে চলার কথা জানিয়ে জাতি, ধর্ম ভুলে নিজেদের রক্ষা করার পথ নিজেদের খুঁজে নেওয়ার কথাও বলেন সুপারস্টার।

 

spot_img

Related articles

কাশ্মীরে সেনার গাড়ি দুর্ঘটনা শোক বয়ে আনল ঝাড়গ্রামে: শহিদ ২৮ বছরের সমীরণ

আর মাত্র দুদিন পরে যার উৎসবের আবহে বাড়ি ফেরার কথা ছিল, সেই ছেলের কফিন বন্দি দেহের অপেক্ষায় এখন...

Ranji Trophy: ব্যাট হাতে ব্যর্থ গিল, সার্ভিসেসের বিরুদ্ধে চালকের আসনে বাংলা

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না শুভমান গিলের(Subhaman Gill)। টি২০ বিশ্বকাপের দলে সুযোগ পাননি, ওডিআই সিরিজে হেরেছেন।এবার ঘরোয়া ক্রিকেটে...

SIR প্রক্রিয়া ভেস্তে দিতে চাল! অশান্তিতে শুনানি বন্ধ রেখে পুলিশি পদক্ষেপে জোর কমিশনের

তিনদিনের মধ্যে রাজ্যে লজিকাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে। সুপ্রিম কোর্টের বেধে দেওয়া সময়সীমা পেরোলেও রাজ্যের মানুষ সেই...

উত্তরাখণ্ডের বিরুদ্ধে কষ্টার্জিত জয়, কী বললেন কোচ সঞ্জয়?

সন্তোষ ট্রফিতে জয়ের ধারা অব্যাহত রাখল বাংলা দল(Bengal)। উত্তরাখণ্ডের বিরুদ্ধে ১-০ গোলে জয় পেল সঞ্জয় সেনের দল। নাগাল্যান্ডকে...