রাজ্য শিক্ষক নিয়োগে ফের জোরকদমে কাজ শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সোমবার সন্ধ্যেয় প্রকাশিত হতে চলেছে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ফল। ইতিমধ্যেই একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়ে নথি যাচাই পর্ব শুরু হয়েছে। ২৬ নভেম্বর থেকে শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়াও। ফলে একইসঙ্গে একাধিক ধাপ সামলাতে গিয়ে কার্যত দম ফেলতে পারছে না কমিশন।

এসএসসি সূত্রে জানা গিয়েছে, তীব্র চাপের মধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় এগোতে হচ্ছে কাজ। নথি যাচাই ও ইন্টারভিউ প্রক্রিয়া চলতে চলতেই নবম-দশমের ফল প্রকাশের প্রস্তুতি চালানো হচ্ছে। কারণ শূন্য পদের সংখ্যা বিপুল—২৩,২১২। দ্রুত এই শূন্যপদ পূরণ করতে চায় কমিশন।

একাদশ-দ্বাদশের মতোই নবম-দশমের ক্ষেত্রেও প্রকাশ করা হবে ৬০ নম্বরের লিখিত পরীক্ষার ফল। প্রত্যেক পরীক্ষার্থী তাঁর লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর জানতে পারবেন। প্রশাসনিক চাপের মধ্যেও দ্রুততা বজায় রেখে ফল প্রকাশের উদ্যোগে স্বস্তির নিশ্বাস প্রার্থীদের একাংশের।

আরও পড়ুন- ওডিআইতে গিলের পরিবর্তে নেতৃত্বে রাহুল, বিশ্রামে তারকা বোলার, ব্রাত্যই থাকলেন শামি

_

_

_

_

_

_
_


