! বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট তারকা স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) বিয়েতে একের পর এক বিপর্যয়। রবিবার দুপুরে বিয়ে বাড়িতে অ্যাম্বুলেন্স দেখে চমকে উঠেছিলেন সকলে। পরে জানা যায় স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই এবার জানা গেল ক্রিকেটারের হবু স্বামী পলাশ মুচ্ছলকেও (Palash Muchhal) হাসপাতলে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর ভাইরাল ইনফেকশন এবং অ্যাসিডিটির সমস্যার কারণেই হাসপাতালে ভর্তি করা হয় বলিউড সুরকারকে। তবে তাঁর অবস্থা গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ার চর্চায় স্মৃতি পলাশের প্রাক বিবাহ অনুষ্ঠান। কিন্তু বিয়ের দিনের আনন্দ মুহূর্তে বদলে যায় বিষাদে। বাবা অসুস্থ হতেই বিয়ের স্থগিত ঘোষণা করেন স্মৃতি (Smriti Mandhana)। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন শ্রীনিবাস মান্ধানা। তাঁদের পারিবারিক চিকিৎসক ডা. নমন শাহ জানিয়েছেন, মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।ইসিজি এবং অন্যান্য রিপোর্টে দেখা গিয়েছে, কার্ডিয়াক এনজাইমগুলি বৃদ্ধি পেয়েছে। তাছাড়া রক্তচাপও বৃদ্ধি পেয়েছে। তা কমানোর চেষ্টা চলছে। এরপরই রাতের দিকে ‘সুরকার পাত্র’ পলাশ মুচ্ছলের অসুস্থতার খবর আসে। তবে আপাতত স্থিতিশীল স্মৃতির হবু স্বামী। বাড়িতেই বিশ্রামে রয়েছেন তিনি।

–

–

–

–

–

–

–

–

