বাংলার দরজায় প্রায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। ঘুঁটি সাজাচ্ছে রাজনৈতি দলগুলি। এর মধ্যেই সোমবার বিকেলে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে নয়া রাজনৈতিক জোটের ঘোষণা। সনাতন ধর্ম বাঁচাও মঞ্চ (SDBM) নাম একটি জোটের ঘোষণা হয়। ৬টির বেশি দল ও জনগোষ্ঠী, হিন্দুত্ববাদী সংগঠন মিলে এই জোটটি তৈরি করেছে। জোটের আহ্বায়ক তথা সভাপতি স্বামী শ্রদ্ধানন্দ মহারাজ। ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণার প্রতিশ্রুতি থেকে সনাতন ধর্ম রক্ষার যেসব কথা এই ইস্তেহারে বলা রয়েছে, তা থেকে রাজনৈতিক দলের মত, এটি উগ্র হিন্দুত্ববাদী দলগুলির ছায়া সংগঠন।

এদিন SDBM ঘোষণা করে, আগামী ২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (Assembly Election) লড়াইয়ে তারা অংশ নেবে। ২৯৪ টি আসনে জোটের প্রার্থী দাঁড় করাবে। এই মর্মে ইস্তেহারও প্রকাশ করে তারা।

জোটে রয়েছে-
১) ভারতীয় হিন্দু সেনা পার্টি
২) হিন্দু সমাজ পার্টি
৩) সনাতন সংস্কৃতি রক্ষা দল
৪) রাষ্ট্রীয় গণসঙ্ঘ পার্টি
৫) কিষাণ সেনা লোকতান্ত্রিক পার্টি
৬) রাষ্ট্রীয় জনসঙ্ঘ পার্টি

সনাতন ধর্ম রক্ষার জন্য প্রতিটি গ্রামে গুরুকুল স্থাপন থেকে শুরু করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে গীতা পাঠ ব্যাধ্যতামূলক চালু করার প্রতিশ্রুতি তাদের ইস্তেহারে দেওয়া আছে। একই সঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণে ‘জন্মনিয়ন্ত্রণ বিল পাশ করানোর কথাও বলা হয়েছে।
এই সনাতনী জোটকে সমর্থন করছে বহু হিন্দুত্ববাদী ছোট বড় সংগঠন-
বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভা
অখিল ভারতীয় জনসঙ্ঘ
বউড়ি কল্যাণ সমিতি
পশ্চিমবঙ্গ গোরক্ষা সমিতি
পশ্চিমবঙ্গ কৈবর্ত্য মাহিষ্য সমাজ
মতুয়া সম্ভব পরিষদ
রাষ্ট্রীয় বজরং সেনা
বঙ্গীয় সাধু সন্ন্যাসী ঐক্য মঞ্চ
ধীবর উন্নয়ন পরিষদ
পশ্চিমবঙ্গ হিন্দু সুরক্ষা বাহিনী
হিন্দু সুরক্ষা পরিষদ
সনাতনী ব্রাহ্মণ ট্রাস্ট
শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন
বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান
সর্ব ভারতীয় বৈদিক পাঠশালা
ঠাকুর অনুকূল চন্দ্র সমাজ সেবা প্রতিষ্ঠান

ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণার প্রতিশ্রুতি থেকে সনাতন ধর্ম রক্ষার যেসব কথা এই ইস্তেহারে বলা রয়েছে, তা থেকে রাজনৈতিক দলের মত এটি উগ্র হিন্দুত্ববাদী দলগুলির ছায়া সংগঠন। যদিও এখনও বিজেপি বা আরএসএস এই জোটের সমর্থনে কোনও মন্তব্য করেনি। কিন্তু রাজনৈতিক মহলের মতে, এইজোট যদি সত্যিই নির্বাচনে প্রার্থী দেয় তাহলে সামন্য হলেও তারা গেরুয়া শিবিরের ভোটই কাটবে। তাতে আখেরে লাভ হবে অবিজেপি দলগুলির।

–

–

–

–

–

