Tuesday, November 25, 2025

হেলিকপ্টারে সমস্যা! পিছল মমতার সভা-পদযাত্রার সময়সূচি

Date:

Share post:

হেলিকপ্টারে (Helicopter) সমস্যায় পিছল মুখ্যমন্ত্রীর পদযাত্রা ও সভার সময়। অপরিকল্পিতভাবে চালু করা নির্বাচন কমিশনের (ECI) স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (SIR) আতঙ্কে রাজ্যে বাড়ছে মৃত্যু, প্রতিবাদে মঙ্গলবার বনগাঁর ত্রিকোণ পার্কে সভা ও পরে চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত পদযাত্রার (Rally) কর্মসূচি রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১ থেকে সভা শুরু কথা থাকলেও চপার বিভ্রাটে সেই সময় পিছিয়ে ৩টে করা হয়েছে।

প্রশাসনিক সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর যে হেলিকপ্টারে বনগাঁ যাওয়ার কথা ছিল, সেটিতে বিমা সংক্রান্ত একটি সমস্যা দেখা যাওয়ায় সড়কপথেই বনগাঁ রওনা দিয়েছেন তিনি। সড়কপথে পৌঁছোতে বেশি সময় লাগবে। সে কারণেই তৃণমূল সুপ্রিমোর (Mamata Banerjee) সভা এবং পদযাত্রার সময়ও পিছতে হয়েছে। তৃণমূল সূত্রে খবর, দুপুর ১টার পরিবর্তে মুখ্যমন্ত্রীর সভা শুরু হবে বেলা ৩টেয়।

অপরিকল্পিতভাবে চালু করা নির্বাচন কমিশনের (ECI) স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (SIR) আতঙ্কে রাজ্যে বাড়ছে মৃত্যু- প্রতিবাদে সরব তৃণমূল সুপ্রিমো। এদিন মতুয়াগড়ে পদযাত্রা ও প্রতিবাদ সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী।
আরও খবরসান্দাকফুতে ঘুরতে গিয়ে অঘটন, শ্বাসকষ্টের ফলে মৃত্যু যাদবপুরের পর্যটকের

এসআইআর নিয়ে উদ্বাস্তু মতুয়ারা এখন আতঙ্কিত। তাঁদের পাশে থাকার বার্তা দিতেই মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি বলে জানিয়েছেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। তবে, মমতা এদিন ঠাকুরবাড়ি যাবেন কি না তা স্পষ্ট নয়। ত্রিকোণ পার্ক এলাকায় জনসভা করে চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার হাঁটবেন তৃণমূল নেত্রী। মতুয়াগড়ে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

spot_img

Related articles

ডিজিটাল যুগেও অটুট সুপারম্যানের জনপ্রিয়তা, নিলামে দুষ্প্রাপ্য কমিকস বইয়ের দাম ৮১ কোটি!

প্রতিমুহূর্তে বদলে যাওয়া পৃথিবীতে পড়ার থেকে দেখার প্রতি আকর্ষণ বাড়ছে আট থেকে আশি সকলের। সেখানে দাঁড়িয়ে একটা কমিকস...

আমাকে আঘাত করলে, সারা ভারতবর্ষ হিলিয়ে দেব: হুঙ্কার মমতার

আমাকে আঘাত করলে, সারা ভারতবর্ষ (India) হিলিয়ে দেব- বনগাঁয় SIR নামে বৈধ ভোটাদের বাদ দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বনগাঁর...

হাওড়ায় তিন মাসের নাতিকে জলে ডুবিয়ে খুনের অভিযোগ বৃদ্ধার বিরুদ্ধে! 

হাওড়া (Howrah) জেলার ডোমজুড় থানা (Domjur Police Station) এলাকার পিরডাঙা এলাকায় তিন মাসের শিশুকে জলে ডুবিয়ে খুনের অভিযোগ...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

২৫ নভেম্বর (মঙ্গলবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...