SIR নিয়ে একাধিকবার জাতীয় নির্বাচন কমিশন তথা মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee )। কমিশনের সঙ্গে বৈঠক চেয়ে চিঠি পাঠিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনও। সোমবার তার জবাবি চিঠি এসেছে কমিশনের তরফে। আর তা পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ঠিকানায়। সাক্ষাতে সম্মতি জানিয়ে দিনক্ষণও জানিয়েছে নির্বাচন কমিশন (Eelection Commission)।

সূত্রের খবর, এই চিঠি আসার পরে নতুন প্রশ্ন দানা বেঁধেছে তৃণমূলের অন্দরে। পাঁচ প্রতিনিধিকে আসতে বলা হয়েছে কমিশনের (Eelection Commission)চিঠিতে। এ দিকে তৃণমূল ১০ জনকে নিয়ে যেতে চেয়ে চিঠি দিয়েছিল। সেই দাবিতে এখনও অনড় তারা। ২৮ নভেম্বর সাক্ষাৎ করতে রাজি নির্বাচন কমিশন। সে দিন দিল্লির নির্বাচন সদনে সকাল ১১টায় তৃণমূলের পাঁচ প্রতিনিধিকে আসতে বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, তৃণমূল কংগ্রেসের অনুরোধের ভিত্তিতেই এই সাক্ষাতে রাজি কমিশন। তবে প্রতিনিধি দলে কারা থাকবেন, তা আগে থেকে নির্বাচন কমিশনকে জানাতে হবে।

–

–

–

–

–

–

–

