Tuesday, November 25, 2025

টেস্টে গুরু গম্ভীরকে নিয়ে ভাবতে হবে বিসিসিআইকে, বিকল্প হতে পারেন কারা?

Date:

Share post:

ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আড়াই দিনে হারের পর গুয়াহাটিতেও প্রবল চাপের মুখে ভারত। শুধু বিদেশের মাঠে নয় গৌতম গম্ভীরের(Gautam Ghambhir) কোচিংয়ে টেস্টে ঘরের মাঠেও হতাশাজনক পারফরম্যান্স করছে ভারতীয়। লাল বলে গম্ভীরের কোচিং নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই একাধিক প্রাক্তন ক্রিকেটার টেস্টে গম্ভীরের (Gautam Ghambhir) কোচিং নিয়ে প্রশ্ন তুলেছেন। বিসিসিআইয়ের ভাবার সময় এসেছে গম্ভীরের টেস্টের কোচিং নিয়ে।

এক বছর আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছিল ভারতকে। এরপর অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ডার-গাভাসকর ট্রফিতে হতাশাজনক ফলাফল। ইংল্যান্ডে সফরে মানরক্ষা করলেও ঘরের মাঠে কঠিন প্রতিপক্ষের মুখে পড়তেই গম্ভীরের রণকৌশল ডাহা ফেল। এরপরও যদি বিসিস্আই গম্ভীরের টেস্ট কোচিং নিয়ে না ভাবে তাহলে ভবিষ্যতে আরও বড় সমস্যায় পড়তে  হতে পারে ভারতীয় দলকে।

২০২৪ সালে জুন মাসে কোচের পরীক্ষায় কঠিন প্রতিপক্ষের মুখে পড়তে হয়নি  গম্ভীরকে(Gautam Ghambhir) । কিন্তু টেস্টে গম্ভীরকে সরিয়ে দিলে বা তাঁর ডানা ছেঁটে অন্য কাউকে নিযোগ করার সিদ্ধান্তে একাধিক বিকল্প নাম কিন্ত  বোর্ডের হাতে রয়েছে। টেস্টে কারা হতে পারেন  ভারতীয় দলের কোচ তাদের নামগুলি একনজরে দেখে নিন।

প্রথম নাম অবশ্যই ভিভিএস লক্ষ্ণণ। লাল বলে টেস্ট হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। কারণ  বর্তমানে এনসিএ-র কোচ। এমনকি ভারতীয় দলে মাঝে মধ্যেই কোচিং করিয়েছেন। অভিজ্ঞতার ভাণ্ডার পূর্ণ তাঁর। দ্বিতীয় নাম সৌরভ। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট তিনি। প্রাক্তন ভারত অধিনায়কের ক্রিকেটীয় দক্ষতা প্রশ্নাতীত।

তৃতীয় নাম অ্যান্ডি ফ্লাওয়ার। এর আগে জিম্বাবোয়ের প্রাক্তনী ইংল্যান্ড দলে একাধিক পদে ছিলেন। আইপিএলেও কোচিংও করিয়েছেন। চতুর্থ নাম মাহেলা জয়াবর্ধনে। কোচিংয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছেন শ্রীলঙ্কান প্রাক্তনী। ম্যান ম্যানেজমেন্ট থেকে ক্রিকেটীয় রণকৌশল তৈরিতে দক্ষ মাহেলা।

টম মুডির কথাও ভাবতে পারে বিসিসিআই। সানরাইজার্সকে ২০১৬ সালে আইপিএল জিতিয়েছেন। কোচিং অভিজ্ঞতাও রয়েছে মুডির।

কঠিন পরিস্থিতিতে গম্ভীরকে ছোঁচা দিতে ছাড়েনি আইসল্যান্ডের মতো দেশও। সেই দেশের ক্রিকেট বোর্ড সমাজমাধ্যমে লিখেছে, ‘‘আমরা , গৌতম গম্ভীরকে আমরা জাতীয় দলের কোচ হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি না। আমাদের একজন কোচ রয়েছেন এবং ২০২৫-এ আমরা ৭৫ শতাংশ ম্যাচ জিতেছি।’

spot_img

Related articles

অরুণাচল চিনের: মহিলাকে হেনস্থার পরে ভারতের অস্তিত্বই ওড়ালেন চিনা বিদেশমন্ত্রী!

ভারতের অরুণাচলপ্রদেশকে জাংনান নাম দিয়ে আবারও দখলদারি প্রতিষ্ঠার চেষ্টা চিনের। অরুণাচলের বাসিন্দা মহিলাকে সাংহাই বিমানবন্দরে হেনস্থার ঘটনায় এবার...

দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন ভেবে ঝাঁপিয়ে পড়ুন: কলকাতা উত্তর-দক্ষিণের বৈঠকে বার্তা তৃণমূলের, বৈধ নাম বাদে আইনি লড়াইয়ের ইঙ্গিত

কলকাতা উত্তর ও দক্ষিণের অনেক জায়গায় SIR-এর রেজিস্ট্রেশন সঠিকভাবে হচ্ছে না। সোমবার, মেগা ভার্চুয়াল বৈঠকে উষ্মা প্রকাশ করেছিলেন...

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা কেন্দ্রের: বাংলাদেশে পুশব্যাক করা সোনালিকে ফেরাতে কড়া নির্দেশ

কেন ফিরিয়ে আনছেন না এদের? আপনাদের কাছে তথ্য যাচাইয়ের পথ তো খোলা আছে। তালে তাঁদের কথা বলতে দিন,...

হতশ্রী বোলিং, গুয়াহাটিতে লজ্জার হারের আতঙ্কে কাঁপছে টিম ইন্ডিয়া

ঠিক এক বছর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হতে হয়েছিল ভারতকে। এবার প্রতিপক্ষ পাল্টে দক্ষিণ আফ্রিকা(South africa)।...