নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে রবিবার রাঁচির স্টেডিয়ামে বিরাট কোহলির(Virat Kohli) কাছে পৌঁছে গিয়েছিলেন ভক্ত শৌভিক মুর্মু। আবেগ কি আইন মানে। মাঠে অনুপ্রবেশ করায় আইনের যাঁতাকলে পড়েছেন হুগলির কোহলি ভক্ত।
হুগলির আরামবাগের বাসিন্দা শৌভিক। ছোট থেকেই সে কোহলি ভক্ত(Virat Kohli fan)। বিরাটের খেলা দেখার টানে ছুটে গিয়েছিলেন ধোনির শহরে ।শৌভিকের বাবা গ্রামীণ চিকিৎসক সমর মুর্মু। তাঁর মা অঙ্গনওয়াড়ি কর্মী। শৌভিক স্নাতক প্রথম বর্ষের ছাত্র বিরাট কোহলির এই ভক্ত। ছেলের কীর্তির জেরে বাড়িতে পুলিশের ফোন এসেছে। ক্রিকেটপাগল ছেলেকে বাড়ি ফেরাতে তিন আত্মীয়কে নিয়ে মহেন্দ্র সিংহ ধোনির শহরে যাচ্ছেন সমর।

শৌভিকের বাড়িতে ফোন করে পুলিশ বলে, আপনাদের ছেলে বিরাট কোহলিকে ছুঁতে মাঠে ঢুকে পড়েছিল। ওকে আটক করা হয়েছে।শৌভিকের বাবা বলছেন, “জানি ছেলে যে কাজ করেছে তা আইনের চোখে অপরাধ। কিন্তু গর্বও হচ্ছে যে সে বিরাটকে ছুঁতে পেরেছে।”

প্রিয় ক্রিকেটারকে প্রণাম করার জন্য শাস্তি পেতে হবে শৌভিককে। কারণ আইনের চোখে অপরাধ করেছেন কোহলির বিরাট ভক্ত।

প্রেস বক্সের ডানদিকে লোয়ার টিয়ারে বসেছিলেন শৌভিক।। পাশেই জায়ান্ট স্ক্রীণ, সেখান থেকে ফেন্সিং টপকে ছুটতে শুরু করে, নিরাপত্তা অতিক্রম করে পৌঁছেও যান কোহলির কাছে। যখন ছেলেটি ছুটে যাচ্ছিল ৪০ হাজারের স্টেডিয়ামে তাঁকে উদ্দীপ্ত করতে থাকে। গোটা স্টেডিয়ামও তাঁর সঙ্গেই ছিল।

কোহলিকে স্পর্শ করার ফলাফল কিন্ত একেবারেই ভালো হয়নি। সঙ্গে সঙ্গে তাঁকে নিরাপত্তারক্ষীরা তাঁকে টেনে নিয়ে মাঠের বাইরে নিয়ে যায়, নিরাপত্তা রক্ষীরা আটক করে। যতদূর জানা গিয়েছে কোহলি ভক্তকে কড়া শাস্তি দেওয়া হয়।

–

–

–

–

