‘উন্নয়নের পাঁচালি’ নিয়ে সমাজমাধ্যমে অপপ্রচার হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার, নবান্নে উন্নয়নের খতিয়ান প্রকাশ করে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে এদিন ২০১১ সাল থেকে এখন পর্যন্ত ১৪ বছর ৬ মাসের উন্নয়নের খতিয়ান ‘উন্নয়নের পাঁচালি’ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, ”বাংলার মানুষ আমাদের ক্ষমতায় এনেছে। ক্ষমতায় আসার আগে জনগণকে আমরা কী বলেছিলাম, কতটা করতে পারলাম, সেটা মানুষকে জানানো দায়িত্বের মধ্যে পড়ে।” সব দফতরের কাজের খতিয়ান তথ্য-সহ প্রকাশ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেই প্রসঙ্গেই ২০১৩ থেকে ২০২৩ সাল অর্থাৎ ১০ বছরের কত মানুষকে রাজ্য সরকার দারিদ্রসীমার বাইরে নিয়ে এনেছে সেই পরিসংখ্যানও তুলে ধরেন তিনি। সেই সময় বলেন, ”গত ১০ বছরে এক কোটি ৭২ লক্ষ মানুষকে দারিদ্রসীমার বাইরে আনা হয়েছে।” এই কথা বলতে গিয়ে একটি মন্তব্য করেই শুধরে নেন মুখ্যমন্ত্রী। এর পরেই তাঁর স্পষ্ট বার্তা, ”এটা নিয়ে কেউ ব্যঙ্গ করে তথ্য ছড়াবেন না। অফিসিয়ালি মন্তব্য উইথ ড্র করছি। এরপরেও করা হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।”
আরও খবর: ‘SIR আতঙ্কে’ মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, সাহায্য ঘোষণা

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) স্পষ্ট বলেন, ”এটা নিয়ে কোনও চালাকি, কানাঘুষো করবেন না। এই বিষয়ে সমাজমাধ্যমে কড়া নজরদারি চালানো হবে।” সাম্প্রতিক কালে মমতার বিভিন্ন বক্তব্যকে এডিট করে স্যোশাল মিডিয়ায় অপপ্রচার করা হয়। এমনকী কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI-ও ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ। এ নিয়ে বারবার সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। মানুষকে বিভ্রান্ত না হওয়ার বিষয়েও বার্তা দেন তিনি। এবার উন্নয়নের খতিয়ান নিয়ে কোনও অপ্রচার যাতে না হয় সে বিষয়ে স্পষ্ট বার্তা দেন প্রশাসনিক প্রধান।

–

–

–

–

–

–


