দিনের পরে দিন হাজারের বেশি ফ্লাইট বাতিল ইন্ডিগোর(IndiGo)। শনিবারও দেশজুড়ে চারশোর বেশি ফ্লাইট বাতিল হয়েছে। আর তাতেই নাজেহাল এবং ক্ষুব্ধ যাত্রীরা। এবার ইন্ডিগোর এই বিপর্যয়ের ক্ষতিগ্রস্ত যাত্রীদের স্বার্থ রক্ষায় সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাওয়া হয়েছে। এদিকে বিমান সংস্থাগুলিকে কড়া নির্দেশ দিয়ে কেন্দ্র জানিয়েছে, ইন্ডিগো সংকটের সুযোগে যথেচ্ছ ভাড়া বাড়ানো যাবে না।
ইন্ডিগোর (IndiGo) এই বিপর্যয়ের জেরে ভোগান্তি বাড়ছে যাত্রীদের। শনিবার সকালে নির্দেশইকা জারি করে জানানো হয়েছে, যাত্রীদের আগেই ফ্লাইট স্ট্যাটাস দেখে বাড়ি থেকে বের হতে। পিটিশনে আদালতকে সুয়োমোটো নজরদারি শুরু করার অনুরোধ জানানোর পাশাপাশি বেসামরিক বিমান চলাচল মন্ত্রক এবং ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনকে (DGCA) বিস্তারিত স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়ার আবেদন করা হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে যত দ্রুত সম্ভব শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠনেরও দাবি জানানো হয়েছে।

এদিন নয়াদিল্লির আইজিআই বিমানবন্দর থেকে ইন্ডিগোর ৮৬টি ঘরোয়া উড়ান বাতিলের খবর পাওয়া গিয়েছে। সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে বাতিল হয়েছে ১৯টি উড়ান। এছাড়া মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ বিমানবন্দর থেকে বাতিল হয়েছে ১০৯টি উড়ান। ইন্ডিগোর (IndiGo) পরপর বিমান বাতিল হওয়ায় বিপাকে যাত্রীরা।

এই অবস্থায় শুক্রবার ৩৭টি ট্রেনে ১১৬টি বাড়তি কোচ দিল ভারতীয় রেল। বিভিন্ন জোনে এই পরিষেবা দেওয়া হয়েছে। সব মিলিয়ে ১১৪টি বর্ধিত ট্রিপের ব্যবস্থা করা হয়েছে। রেল আধিকারিকরা জানিয়েছেন, এর মাধ্যমে প্রত্যেক ট্রিপে ৪ হাজার যাত্রী যাতায়াতের সুযোগ পাবেন। এদিকে যাত্রীদের সুবিধার্থে পাঁচটি স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে উত্তর রেল।

–

–

–

–


