বালুরঘাট (Balurghat)আদালতের পাঁচ বছরে ১৫-র বেশি আসামীর যাবজ্জীবন। যে সময় বিরোধীরা বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে সুর চড়াচ্ছেন ঠিক সেই সময় দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের পরিসংখ্যান দোষীদের সাজার ছবি চোখে পড়ার মতো। শনিবার সকালে বালুরঘাট (Balurghat)আদালতে সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানান, গত পাঁচ বছরে জেলা আদালত একের পর এক উল্লেখযোগ্য মামলায় দোষীদের শাস্তি দিয়েছে।
আইনজীবী ঋতব্রত বলেন, “বিগত পাঁচ বছরে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলায় আমরা দোষীদের সাজা দিতে পেরেছি। যাবজ্জীবনের সংখ্যা ১৫ ছাড়িয়ে গিয়েছে। দশ, কুড়ি বছরের সাজাও রয়েছে একাধিক। আমাদের মতো ছোট্ট জেলায় এটি অত্যন্ত আশাব্যঞ্জক।”

সোনাতস্কর কাস্টমস অফিসার তছরুপ মামলায় দিন কয়েক আগে আজীবন কারাদণ্ড, আবার শুক্রবারই আদালতকর্মীর বিরুদ্ধে সাত বছরের সশ্রম কারাদণ্ড- সব মিলিয়ে বালুরঘাট আদালতের সিদ্ধান্তে প্রশাসনের ‘জিরো টলারেন্স’-নীতি নিয়েছেন ঋতব্রত।

পাশাপাশি ঋতব্রত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইনমন্ত্রী মলয় ঘটককে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন,”আইনমন্ত্রী যে শক্তিশালী টিম তৈরি করে দিয়েছেন, তার ফল আমরা পাচ্ছি। রাজ্য সরকারের অপরাধ কমানোর উদ্যোগই এই কঠোর সাজাগুলি সম্ভব করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কারণে বিশেষ ধন্যবাদ জানাই।”

–

–

–

–

–

–


