স্বামীর গর্বে গর্বিত বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। বিগত কয়েক বছরে রণবীর সিংয়ের (Ranveer Singh) ক্যারিয়ার গ্রাফ যেভাবে নিম্নমুখী হয়ে পড়েছিল তাতে অনেকেই তাঁর অভিনয় যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সমালোচকদের ‘ধুরন্ধর’ (Dhurandhar movie) জবাব দিলেন নায়ক। পঁচিশের বক্স অফিসের সব থেকে বড় হিট ‘সাইয়ারা’কে মুক্তির পয়লা দিনেই ব্যবসা-নিরীকে ছাপিয়ে গেল রণবীরের ছবি। উচ্ছ্বসিত দীপিকা। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন স্বামী ও সিনেমার পুরো টিমকে।
বেশ কয়েক বছর ধরে বড় সাফল্যের মুখ দেখেননি রণবীর (Ranveer Singh)। ভাটা শুরু হয়েছিল মূলত কোভিডের সময় থেকেই। তেইশে ‘রকি অউর রানি’ ভালো আয় করলেও শাহরুখ (একই বছর মুক্তি পায় ‘পাঠান’ও ‘জওয়ান’), রণবীর কাপুরদের (অ্যানিম্যাল) দাপটে সাফল্য সেভাবে উপভোগ করে উঠতে পারেননি অভিনেতা। চব্বিশেও বিশেষ কিছু হয়নি। তবে পঁচিশের শেষ লগ্নে খেলা ঘুরালেন তিনি। রণবীরের মন্দা ফিল্মি ক্যারিয়ারের মোড় ঘোরাতে তুরুপের তাসের মতো কাজ করল ‘ধুরন্ধর’ (Dhurandhar Box Office report ) কার্যত একক পারফরমেন্সে তাঁর অভিনয় ক্ষমতার জয়জয়কার। স্যাকনিক রিপোর্ট অনুযায়ী, আদিত্য ধর (Aditya Dhar) পরিচালিত ‘ধুরন্ধর’ প্রথম দিন ব্যবসা করেছে ২৭ কোটির। যেখানে ‘সাইয়ারা’ পয়লা দিনে ২১ কোটি তুলতে পেরেছিল। বিতর্ককে সঙ্গী করে মুক্তিপ্রাপ্ত সিনেমার হাত ধরেই অতীতের ‘পদ্মাবত’, ‘সিম্বা’র রেকর্ডও ভেঙে দিলেন রণবীর সিং। সমাজমাধ্যমে দীপিকা লেখেন, “ধুরন্ধর দেখলাম। ৩.৩৪ ঘণ্টার সিনেমার প্রতিটা মুহূর্ত মূল্যবান। রণবীর তোমার জন্য ভীষণ ভীষণ গর্বিত আমি। গোটা টিমকে শুভেচ্ছা রইল।” সিনে সাফল্য আর স্ত্রীর কাছ থেকে এমন প্রশংসা পেয়ে খুশিতে ডগমগ ধুরন্ধুর’ রণবীর।

–

–

–

–

–

–

–

–


